ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছেন ক্রিকেটার অর্শদীপ সিং (Arshdeep Singh)। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। আর সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস। সূত্রের খবর, ক্রিকেটার অর্শদীপ সিংকে নিয়ে পাকিস্তানি ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। জানা গেছে যে, পাকিস্তানের আইএসপিআর (ISPR) অর্শদীপকে খালিস্তানি হিসাবে বর্ণনা করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।
শিখ জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কানি দিতে পঞ্জাবে এমন ষড়যন্ত্র করা হয়েছিল। এর জন্য পাকিস্তান থেকে সে দেশের টুইটার হ্যান্ডেল ব্যবহার করে শত শত খালিস্তান পন্থী টুইট করা হয়েছে।
আরশদীপ সিং কেন নিশানায়?
রবিবার এশিয়া কাপে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে ম্যাচ ছিল। সুপার ফোরের এই ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে রবি বিষ্ণোইয়ের বলে আসিফ আলির খুব সহজ ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিং। ১৮তম ওভারে এই ঘটনা ঘটে। তখন পাকিস্তানের ১২ বলে ২৬ রান দরকার ছিল। এর পরে যখন টিম ইন্ডিয়া ম্যাচ হেরে যায়। তখন থেকেই টুইটারে অর্শদীপ সিংকে লক্ষ্য করে নানা মন্তব্য করতে থাকেন টুইটার ব্যবহারকারীরা। শুধু তাই নয়, উইকিপিডিয়ায় আরশদীপ সিংয়ের পেজে কিছু পরিবর্তন করা হয়েছে এবং সেখানে 'খালিস্তানি' সংগঠনের সঙ্গে সংযোগের বিষয়টি যুক্ত করা হয়। বিতর্ক বাড়ার পর, ভারত সরকারও ব্যবস্থা নেয় এবং আইটি মন্ত্রকের পক্ষ থেকে উইকিপিডিয়াকে একটি নোটিশ পাঠান হয়।
পাশে দাঁড়িয়েছেন বিরাট
অর্শদীপ সিং ক্যাচ ফেলার পর ভারত এই ম্যাচ হেরে যায়। বিরাটও তাঁর কেরিয়ারের প্রথম ভারত-পাক ম্যাচের ব্যর্থতার কথা তুলে ধরে সংবাদিক সম্মেলনে বলেন, 'প্রথমবার যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলি তখন, বাজে শট খেলে আউট হয়ে গিয়েছিলাম। এরপর আমার মনে হয়েছিল আমি আর কখনও হয়ত খেলার সুযোগ পাব না। প্রত্যেক খেলোয়াড়েরই খারাপ লাগে। যদিও আমাদের দলের পরিবেশ খুবই ভাল। সমস্ত সিনিয়র ক্রিকেটাররা জুনিয়র ক্রিকেটারদের পাশে থাকে। সবাই নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়। এটা খেলার অংশ।''