Advertisement

Subhman Gill: স্পাইডারম্যান গিল, IPL- এর সাফল্যের মাঝেই নতুন কেরিয়ারের পথে শুভমন

ব্যাট হাতে আইপিএল-এ (IPL 2023) দারুণ ছন্দে শুভমন গিল (Subhman Gill)। ২২ গজের বাইরে গিয়ে এবার সিলভার স্ক্রিনেও ডেবিউ করছেন ভারতীয় দলের (Team India) ওপেনার। যদিও পর্দায় দেখা যাবে না তাঁকে। ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ (Spider Man Across The Spider Verse) সিনেমায় তাঁর গলা শোনা যাবে। ইরিমধ্যেই এর ট্রেলার দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। 

শুভমন গিল শুভমন গিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2023,
  • अपडेटेड 4:55 PM IST

ব্যাট হাতে আইপিএল-এ (IPL 2023) দারুণ ছন্দে শুভমন গিল (Subhman Gill)। ২২ গজের বাইরে গিয়ে এবার সিলভার স্ক্রিনেও ডেবিউ করছেন ভারতীয় দলের (Team India) ওপেনার। যদিও পর্দায় দেখা যাবে না তাঁকে। ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ (Spider Man Across The Spider Verse) সিনেমায় তাঁর গলা শোনা যাবে। ইরিমধ্যেই এর ট্রেলার দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। 


২০২১ সালে মুক্তি পেয়েছিল 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'। এই ছবির সাফল্যের পর, ভক্তরা স্পাইডার-ম্যান ইউনিভার্স ফিরে আসার জন্য উচ্ছ্বসিত। তবে চমক আরও থাকছে শুধু শুভমন গিল নন, এই ছবিতে স্পাইডারম্যানের চরিত্রে ভারতীয় পবিত্র প্রভাকর। এই ছবি নানা ভাষায় গোটা দেশে মুক্তি পাবে। যার মধ্যে হিন্দি এবং পঞ্জাবি সংস্করণে ক্রিকেটার শুভমন গিলের কণ্ঠ থাকবে। এই কাজ করতে পেরে দারুণ খুশি গিল। তিনি বলেন, ‘যেহেতু সিনেমাটি ভারতীয় স্পাইডার-ম্যানের জন্য আত্মপ্রকাশ করবে পর্দায় প্রথমবার, সেখানে হিন্দি এবং পঞ্জাবি ভাষায় আমাদের ভারতীয় স্পাইডার-ম্যান, পবিত্র প্রভাকরের কণ্ঠস্বর হতে পারাটা আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি এই সিনেমাটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।‘

আরও পড়ুন


ইংরেজি ও হিন্দি ছাড়াও ছবিটি আরও ১০টি ভাষায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে।'স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, গুজরাতি, মারাঠি, পঞ্জাবি এবং বাংলা ভাষায় আগামী ২ জুন ২০২৩-এ সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন: 'দারুণ ক্রিকেটার', ৮১ রানের ইনিংসের পর বিরাট প্রশংসা পেলেন ঋদ্ধিমান
ব্যাট হাতে দারুণ ছন্দে গিল। রবিবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমে ৯৪ রান করে নটআউট থাকেন গিল। গোটা ২০ ওভার ক্রিজের একটা প্রান্ত ধরে রেখেছিলেন গুজরাত টাইটান্স ওপেনার। মূলত গিল ও ঋদ্ধিমানের দাপটে ২ উইকেটে ২৩৭ রান করে গুজরাত। ৫১ বলে ৯৪ রান করেন গিল। তাঁর ইনিংসে ছিল ২টো চার ও সাতটা ছক্কা। ৫৬ রানে ম্যাচ জেতে আইপিএল-এর শীর্ষে থাকা গুজরাত।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement