মাদ্রিদে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ম্যাচে রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে ড্র করল ভারত (Indian Football Team)। ভারতের অনূর্ধ্ব-১৭ (Indian U-17 Football Team) দল বর্তমানে স্পেনের মাদ্রিদে রয়েছে, এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৩-এর (AFC U-17 Asian Cup 2023) প্রস্তুতি সারছে। তারই অংশ হিসাবে অনুশীলন ম্যাচ খেলছে ভারতের যুব দল। এই বছরের জুনে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।
প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্দেজের ছেলেরা এর আগে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে ব্লু টাইগার্সরা (Blue Tigers), সিডি লেগানেস অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে যদিও ০-২ গোলে হারতে হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিলেনোর বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে ভারতের ছোটরা। তবে এদিন রিয়াল মাদ্রদিদের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়লেও পরে সামলে নেয় বিবিয়ানোর ছেলেরা। ৩৭ মিনিটে আরেভালোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সমতা ফেরাতে মাত্র এক মিনিট সময় নেয় ভারতের ছোটরা। অধিনায়ক কোরোর ক্রস থেকে জালে বল ঢোকান শাশ্বত।
বিরতির তিন মিনিট পর রালতের গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। এই গোলের পেছনেও শাশ্বত। রালতের জন্য দারুণ বল সাজিয়ে দেন। সেখান থেকে গোল করেন রালতে। কিন্তু রিয়ালও পরপর দুই গোল করে এগিয়ে যায়। ৫২ মিনিটে প্রথম গোল স্যাঞ্জেজের। এরপর ৬৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান তিনি। তবে ম্যাচের একেবারে শেষ সময়, ক্যাপ্টেন কোরোর ক্রস থেকে পরিবর্ত হিসেবে নামা গ্যাংটে গোল করে সমতা ফেরান।
রিয়ালের মতো দলের বিরুদ্ধে খেলতে নেমে একেবারেই গুটিয়ে ছিল না ভারতের ছেলেরা। উল্টে তারা আক্রমণ করতে থাকে। ভারতীয়রা শুরু থেকেই আক্রমণের বেশ কয়েকটি সুযোগ কাজে লাগায়। ১৪ মিনিটে, শাশ্বতের শট রিয়াল মাদ্রিদের বোরহা ৬-গজ বক্সের মধ্যে ক্লিয়ার করেন। না হলে এই ম্যাচেও জিততে পারত ভারত।
ভারতের একাদশ: সাহিল (গোলরক্ষক); রিকি মিটেই হাওবাম, সুরজকুমার সিং, মুকুল পানওয়ার, মালেমংগাম্বা থোকচম, ড্যানি মেইতেই, গুরনাজ সিং, লালপেখলুয়া, কোরো সিং থিঙ্গুজাম, ভ্যানলালপেশওয়া, পানওয়ার।