Advertisement

Asia Cup 2022 Team India: এশিয়া কাপ দল থেকে ছিটকে গেলেন জাদেজা, দলে অক্ষর

ডান হাঁটুতে চোট পেয়ে দল থেকে বাদ পড়েছেন জাদেজা। বর্তমানে তিনি বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। খুব দ্রুত জাদেজার বদলি হিসেবে অক্ষর প্যাটেল দলের সঙ্গে যোগ দেবেন।

জাদেজা ও অক্ষর প্যাটেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2022,
  • अपडेटेड 5:49 PM IST
  • চোট পেলেন জাদেজা
  • তাঁর জায়গায় দলে অক্ষর

চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর জায়গায় দলে এলেন অক্ষর প্যাটেল। ডান হাঁটুতে চোট পেয়ে দল থেকে বাদ পড়েছেন জাদেজা। বর্তমানে তিনি বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। খুব দ্রুত জাদেজার বদলি হিসেবে অক্ষর প্যাটেল দলের সঙ্গে যোগ দেবেন।

রবিবার সুপার ফোরের লড়াইয়ে নামবে ভারত

রবিবার দুবাইয়ে সুপার ফোরের লড়াইয়ে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে ফের পাকিস্তানের মুখোমুখি হতে পারে রোহিত শর্মার ভারত। তবে খেলতে পারবেন না জাদেজা।  জাদেজার না থাকা একটা বিরাট ধাক্কা ভারতীয় দলের জন্য। শুধুই বোলিং নয় দারুণ ব্যাট করে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন জাদেজা। তাঁর ফিল্ডিংও ভারতকে অনেক গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে। হংকং-এর বিরুদ্ধে ঠিক এই কাজটাই করেছেন করেছিলেন জাদেজা।  

আরও পড়ুন: দুবাইয়ে বিচ ভলি টিম ইন্ডিয়ার, ছুটির মেজাজে রোহিতদের 'মস্তি', VIDEO

তারকা অলরাউন্ডার জাদেজা এশিয়া কাপ 2022 এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।

এশিয়া কাপ টুর্নামেন্টের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট প্রাপক জাদেজা। জাদেজা প্রাক্তন পেসার ইরফান পাঠানের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। এশিয়া কাপ 2022-এ দুবাইয়ে হংকংয়ের বিপক্ষে তার দলের গ্রুপ এ ম্যাচে জাদেজা এই কৃতিত্ব অর্জন করেছিলেন। জাদেজা ছয়টি এশিয়া কাপ টুর্নামেন্টে ২৩টি উইকেট নিয়েছিলেন।

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। , আর. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, আভেশ খান

    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement