IPL Qualifier 2, KKR vs DC: অশ্বিনের ঘূর্ণিতে রোমাঞ্চকর লড়াই! ৩ উইকেটে জিতে ফাইনালে কেকেআর

অনির্বাণ সিংহ রায় | শারজা | 13 Oct 2021, 11:21 PM IST

IPL 2021 Live Scores | KKR vs DC Live | IPL Qualifier 2 Play offs | Kolkata Knight Riders vs Delhi Capitals| দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আজ আইপিএলের ফাইনালে ওঠার লড়াই ছিল দুই দলের মধ্যে। দিল্লি ক্যাপিটালসের তরুণ অধিনায়ক ঋষভ পন্থ বনাম অভিজ্ঞ কেকেআরের অধিনায়কের লড়াই ছিল জমজমাট। তবে চেষ্টা করেও শেষ-রক্ষা হল না দিল্লির। ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল খেলবে কেকেআর।

কেকেআরের হয়ে হাফ-সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের। খেললেন দুরন্ত ইনিংস।

highlights

  • আইপিএলের কোয়ালিফায়ার ২
  • দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স
  • আইপিএল ফাইনালে ওঠল নাইট রাইডার্স
  • রোমাঞ্চকর লড়াইয়ে বাজিমাৎ নাইটদের

IPL 2021 Live Scores | KKR vs DC Live | IPL Qualifier 2 Play offs | Kolkata Knight Riders vs Delhi Capitals| দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আজ আইপিএলের ফাইনালে ওঠার লড়াই ছিল দুই দলের মধ্যে। দিল্লি ক্যাপিটালসের তরুণ অধিনায়ক ঋষভ পন্থ বনাম অভিজ্ঞ কেকেআরের অধিনায়কের লড়াই ছিল জমজমাট। তবে চেষ্টা করেও শেষ-রক্ষা হল না দিল্লির। ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল খেলবে কেকেআর।

11:28 PM (4 years ago)

২০২১- আইপিএল থেকে বিদায় দিল্লির, ফাইনালে কেকেআর বনাম ধোনির চেন্নাই

Posted by :- anirban

শেষ ওভারে পর পর দুই উইকেট নিয়ে নাইট রাইডার্সের জেতা ম্যাচ প্রায় ঘুরিয়ে দিচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে শেষ-রক্ষা হল না। অবশেষে জয় পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতে ফাইনালে উঠল নাইটরা। ফাইনালে নাইটদের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। কেকেআরের হয়ে ৪৬ রানের ইনিংস খেলেন শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার ৫৫ রান করেন। ১২ করেছিলেন রানা, দীনেশ কার্তিক, মরগ্যান, শাকিব ও নারিন চার ব্যাটসম্যানই আউট হন শূন্য রানে। তবুও ১ বল বাকি থাকতে ৬ মেরে খেলা জেতান রাহুল ত্রিপাঠী।

 

 

 

১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানে শেষ হয় নাইটদের ইনিংস। দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন নর্টজে, অশ্বিন ও রাবাদা। একটি উইকেট পান আভেস খান।

 

 

11:16 PM (4 years ago)

রোমাঞ্চকর ম্যাচে জয় পেল কেকেআর

Posted by :- anirban

১ বল বাকি থাকতে রাহুলের ছক্কায় জিতে গেল কলকাতা নাইট রাইডার্স। ৩ উইকেটে  জয় নাইটদের। দিল্লির বিরুদ্ধে দারুণ প্রত্যাবর্তন কেকেআরের। শেষে খেলা ঘুরিয়েছিল দিল্লিও। তবে শেষ হাসি হাসলো নাইটরাই।

11:13 PM (4 years ago)

অশ্বিনের দুরন্ত ঘূর্ণি, ২ বলে ৬ রান বাকি কলকাতার, আউট হলেন নারিন

Posted by :- anirban

অশ্বিনের দুরন্ত ঘূর্ণি। ৭ উইকেট হারাল কেকেআর। আউট হলেন নারিন।

11:11 PM (4 years ago)

আউট হলেন শাকিব আল হাসান, শেষ ওভারে দুরন্ত দিল্লির অশ্বিন

Posted by :- anirban

৩ বলে ৬ রান বাকি। ৬ উইকেট হারাল কেকেআর। আউট হলেন শাকিব। বল করছেন অশ্বিন।

11:08 PM (4 years ago)

৫ বলে বাকি ৬ রান, আউট মরগ্যান, ৫ উইকেট হারাল কেকেআর

Posted by :- anirban

হঠাৎ শেষের দিকে ছন্দ হারাল কেকেআর।

11:01 PM (4 years ago)

১২ বলে ১০ রান করতে হবে নাইটদের

Posted by :- anirban

১২ রানে ১০ রান করতে হবে নাইট রাইডার্সকে। হতে রয়েছে ৬ উইকেট

10:55 PM (4 years ago)

জয়ের কাছাকাছি কেকেআর

Posted by :- anirban

জয়ের কাছাকাছি পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। দুরন্ত পারফরম্যান্স নাইটদের।

10:34 PM (4 years ago)

১৩ ওভারে ৯৮ রানে ১ উইকেট কেকেআরের

Posted by :- anirban

১৩ ওভারে ৯৮ রানে ১ উইকেট কলকাতা নাইট রাইডার্সের। আউট হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। খেলছেন নীতীশ রানা ও শুভমন গিল।

10:04 PM (4 years ago)

ব্যাট হাতে ভাল শুরু নাইট রাইডার্সের

Posted by :- anirban

ব্যাট হাতে ভাল শুরু করল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে পাওয়ার-প্লে-তে ভাল ব্যাটিং করল নাইটরা। ২০ ওভারের গড় অনুযায়ী অনেকটাই কম টার্গেট কলকাতার। ফলে নিজেদের খুব সাবধানে পরিচালনা করলেন নাইট ওপেনাররা। প্রথম ৭ ওভারে নাইটদের স্কোর ৫৬ রানে শূন্য উইকেট। ২০ রানে খেলছেন গিল ও ৩৩ রানে ব্যাট করছেন আইয়ার।

9:20 PM (4 years ago)

২০ ওভারে ১৩৫ রানে ৫ উইকেট হারিয়ে শেষ করল দিল্লি

Posted by :- anirban

কলকাতার কাছে টার্গেট ১৩৬ রানের। শ্রেয়স আইয়ার নটআউট থাকলেন ৩০ রানে। ১৭ রানে আউট হন হেটমায়ার। দিল্লির হয়ে ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী, ১টি করে উইকেট নেন ফার্গুসন ও মাভি।

 

 

8:51 PM (4 years ago)

১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে দিল্লির স্কোর ৯২ রান

Posted by :- anirban

১৮ রানে আউট হয়েছেন পৃথ্বী শ। ৩৬ রানে আউট হয়েছেন ধাওয়ান, ১৮ রানে আউট হয়েছে মার্কাস স্টোইনিস, ৬ রানে আউট হয়েছেন ঋষভ পন্থ। 

8:45 PM (4 years ago)

১৫ ওভারে ৯০ রানে ৩ উইকেট দিল্লির

Posted by :- anirban

ব্যাট হাতে বেশ কম রান রেটেই চলছে দিল্লির ইনিংস। মাত্র ১৫ ওভারে ৯০ রান করে ৩ উইকেট হারিয়েছে দিল্লি।

8:00 PM (4 years ago)

৭ ওভারে ৪৯ রানে ১ উইকেট দিল্লির

Posted by :- anirban

ব্যাট হাতে বিস্ফোরক মেজাজে না শুরু করলেও প্রথম কয়েক ওভার উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করছে দিল্লি ক্যাপিটালস। ৭ ওভারে ৪৯ রানে ১ উইকেট দিল্লির।

7:46 PM (4 years ago)

১৮ রানে আউট হলেন পৃৃথ্বী শ

Posted by :- anirban

প্রথম উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। মাত্র ১৮ রানে আউট হলেন পৃৃথ্বী শ। ৪.১ ওভারের মাথায় ৩২ রানে কেকেআরের বিরুদ্ধে প্রথম উইকেট হারাল দিল্লি।

7:45 PM (4 years ago)

৪ ওভারে ৩২ রান দিল্লি ক্যাপিটালসের

Posted by :- anirban

ধীর-গতিতে শুরু করল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ৪ ওভারে উইকেট না হারিয়ে ৩২ রান করল দিল্লি। খেলছেন ধাওয়ান ও পৃথ্বী।

7:16 PM (4 years ago)

কলকাতা নাইট রাইডার্সের একাদশ

Posted by :- anirban

ভেঙ্কটেশ আইয়ার, শুভমন গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভম মাভি।

 

 

7:14 PM (4 years ago)

দিল্লি ক্যাপিটালসের একাদশ

Posted by :- anirban

দেখে নিন দিল্লি ক্যাপিটালসের একাদশ কেকেআরের বিরুদ্ধে-

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিক নর্টজে, আভেস খান।

 

 

7:11 PM (4 years ago)

আইপিএল প্লে-অফ কোয়ালিফায়ার ২-র টসের মুহূর্ত

Posted by :- anirban
7:04 PM (4 years ago)

টসে জিতে প্রথমে ফিল্ডিং নিল কেকেআর, প্রথমে ব্যাট করবে দিল্লি

Posted by :- anirban

প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মরগ্যানের। প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠাল নাইট রাইডার্স।