Advertisement

Predicted playing 11 KKR vs CSK: KKR-এ খেলবেন কারা? কেমন দল হবে জাদেজাদের, রইল সম্ভাব্য একাদশ

আইপিএল শুরুর মাত্র দুদিন আগে চেন্নাই দলের নতুন অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজাকে এনে নিজেকে সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে জাদেজাকে। ভিসার কারণে দেরিতে দলে যোগ দেন মঈন আলী। প্রথম ম্যাচ খেলবেন না তিনি। অন্যদিকে ফাস্ট বোলার দীপক চাহার চোট পেয়েছেন। এমন পরিস্থিতিতে দুজনেরই বিকল্প খুঁজতে হবে জাদেজাকে। 

রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স আইয়ার রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স আইয়ার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Mar 2022,
  • अपडेटेड 5:52 PM IST

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ (IPL 2022) মরশুম শুরু হচ্ছে আজ (২৬ মার্চ) থেকে। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 

আইপিএল শুরুর মাত্র দুদিন আগে চেন্নাই দলের নতুন অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজাকে এনে নিজেকে সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে জাদেজাকে। ভিসার কারণে দেরিতে দলে যোগ দেন মঈন আলী। প্রথম ম্যাচ খেলবেন না তিনি। অন্যদিকে ফাস্ট বোলার দীপক চাহার চোট পেয়েছেন। এমন পরিস্থিতিতে দুজনেরই বিকল্প খুঁজতে হবে জাদেজাকে। 

মঈনের পরিবর্তে ডিভন সুযোগ পেতে পারেন

আরও পড়ুন

মঈনের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন ডেভন কনওয়ে। এর বড় কারণ কনওয়ে স্পিনারদের ভালো খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি রশিদ খান ও মহম্মদ নবীকে ভীষণভাবে ধুয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে মিডল অর্ডারে রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে সামলানোর সুযোগ পেতে পারেন তিনি। 

ফিঞ্চের বিকল্প খুঁজতে হবে শ্রেয়াসকে

কলকাতা দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারেরও অসুবিধা কম নয়। টুর্নামেন্টের আগেই প্রত্যাহার করে নেন অ্যালেক্স হেলস। তাঁর জায়গায় এসেছেন অ্যারন ফিঞ্চ। দেরিতে দলে যোগ দেওয়ার কারণে ফিঞ্চও প্রথম ম্যাচ খেলতে পারবেন না। এমন পরিস্থিতিতে শ্রেয়াসকেও তাঁর বিকল্প খুঁজতে হবে। যদিও দলের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার প্রস্তুত।

 উভয় দলের সম্ভাব্য একাদশ (Predicted playing 11 CSK vs KKR)

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবম দুবে, এমএস ধোনি (উইকেট কিপার), ডোয়াইন ব্রাভো, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, ক্রিস জর্ডান/মহেশ থিকশানা এবং অ্যাডাম মিলনে। 

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী এবং উমেশ যাদব।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement