
১৫ তম IPL শুরু হচ্ছে আজ থেকেই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই দলই তাঁদের নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে। KKR-এর অধিনায়কত্ব করছেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে, চেন্নাইয়ের নেতৃত্বে থাকবেন রবীন্দ্র জাদেজা।
এক নজরে দেখে নেব ম্যাচ সম্প্রচার সংক্রান্ত বিভিন্ন তথ্য
CSK বনাম KKR এর মধ্যে প্রথম ম্যাচ কখন এবং কত সময়ে শুরু হবে?
CSK এবং KKR ম্যাচে, টস হবে সন্ধে ৭ টায় এবং খেলা শুরু হবে সাড়ে সাতটাই।
প্রথম ম্যাচ কোথায় হবে?
আইপিএলের প্রথম ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
কোন চ্যানেল প্রথম ম্যাচটি দেখা যাবে?
ম্যাচটি স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি এবং স্টার স্পোর্টস হিন্দিতে সম্প্রচারিত করা হবে।
অনলাইন প্ল্যাটফর্মে কোথায় দেখা যাবে এই ম্যাচ ?
ম্যাচটি ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে। এছাড়া ম্যাচের লাইভ আপডেটও পড়া যাবে aajtak.com-এ।
সম্ভাব্য দল - চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, এমএস ধোনি, শিবম দুবে, ডোয়াইন ব্রাভো, তুষার দেশপান্ডে, ক্রিস জর্ডান, অ্যাডাম মিলনে।
কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়স আইয়্যার, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, নীতীশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নবী/টিম সাউদি, সুনীল নারিন, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।