ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 মরশুমে প্লে অফের প্রথম ম্যাচে খেলতে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজারাত টাইটান্স (Gujarat Titans)। মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ টায় কলকাতার ইডেন গার্ডেনে এই ম্যাচ শুরু হবে। নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে, অন্যদিকে রাজস্থান রয়্যালসের লাগাম সামলাচ্ছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। যদিও পরাজিত দল আরেকটি সুযোগ পাবে। এই ম্যাচে কোনো পরিবর্তন ছাড়াই যেতে পারে দুই দলই।
দ্বিতীয়বার মুখোমুখি হবে গুজরাট-রাজস্থান
গুজরাত ও রাজস্থানের মধ্যে এটি হবে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচে গুজরাট দল ৩৭ রানে জিতেছিল। কোয়ালিফায়ার-১-এ হেরে যাওয়া দলকে কোয়ালিফায়ার-২ খেলতে হবে ফাইনালের জন্য। এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সঙ্গেই থাকবে এই ম্যাচ। এলিমিনেটর ম্যাচটি লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মধ্যে ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
এই দুই দলের প্লেয়িং-১১ হতে পারে
গুজরাট টাইটানস: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর সাই কিশোর, মহম্মদ শামি, লকি ফার্গুসন এবং যশ দয়াল।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেট কিপার), দেবদত্ত পাডিকল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবে ম্যাককয়, যুজবেন্দ্র চাহাল এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
ফ্যান্টাসি-11
লো-রিস্ক প্লেয়িং-11
সঞ্জু স্যামসন (অধিনায়ক), হার্দিক পান্ড্য (ভাইস ক্যাপ্টেন), ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, ডেভিড মিলার, দেবদত্ত পাডিক্কল, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, ট্রেন্ট বোল্ট, রশিদ খান।
হাই-রিস্ক প্লেয়িং-11
ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল (ভাইস ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন, জস বাটলার, ম্যাথু ওয়েড, ডেভিড মিলার, শিমরন হেটমায়ার, আর অশ্বিন, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট।