আইপিএল ২০২২-এ দশ দলের প্রতিদ্বন্দ্বিতায় নবাগত দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে। আরেক দল লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) দরকার মাত্র দুই পয়েন্ট। অর্থাৎ, একটা ম্যাচ জিততে পারলেই তারাও প্লে অফে পৌঁছে যাবে। তবে হাতে থাকা দুই ম্যাচে জিতলেও প্লে অফে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)ও প্লে অফের দিকে দারুণ ভাবে এগোচ্ছে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস (Delhi capitals), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং পাঞ্জাব কিংস (Punjsab Kings)ও তাদের প্লে অফের আশা ছাড়েনি।
তবে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর-এর খেলায় অসন্তুষ্ট ভক্তরা। ১২টি ম্যাচে ২০ জন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। উইকেটকিপার, ওপেনার, বোলার সমস্ত ক্ষেত্রেই বারবার পরিবর্তন এসেছে। মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর দলে এই পরিবর্তন নিয়ে মুখ খুলে ড্রেসিংরুমের কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন খোদ নাইট অধিনায়ক। বারবার পরিবর্তনে বিরক্ত আইয়ার বলেন, 'এটা খুব কঠিন। কোচ এবং কখনও কখনও সিইও দল নির্বাচনের সঙ্গে জড়িত। স্পষ্টতই, ম্যানেজমেন্ট এবং অধিনায়ক অনেক বিষয়ে একই মতামত দিতে পারে না, যা দলের পারফরম্যান্সকে প্রভাবিত করেছে।
এই একই শ্রেয়ার আইয়ার, যার নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস দুই বছর আগে ফাইনালে উঠেছিল। কিন্তু কেকেআর-এ আসার পরেই সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল। এর কারণ দল নির্বাচনের ক্ষেত্রে খারাপ সিদ্ধান্ত। তা না হলে বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার প্যাট কামিন্সকে কীভাবে ৫ ম্যাচ বসিয়ে রাখা হল? ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও একই প্রশ্ন তুলেছিলেন।