Advertisement

LSG vs RCB, IPL Play off 2022: ইডেনে আজ IPL-এর এলিমেনেটর ম্যাচ, কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যাচ?

সিএবি সূত্রের দাবি, পিচ খুব ভাল হয়েছে। ইডেনের পিচের চরিত্র বদলে গিয়েছে। বাউন্স থাকবে উইকেটে। প্রায় সমান সুবিধা পাবেন ব্যাটার এবং বোলাররা। শুরুতে ভাল ব্যাট করতে পারলে ১৬০-১৮০ রান করতে সমস্যা হওয়ার কথা নয়। আর সেটাই দেখা গিয়েছে মঙ্গলবারও। শুরুতে ব্যাট করতে গেলে কিছুটা সমস্যা হচ্ছে এটা যেমন ঠিক, তেমনই পরের দিকে বল খুব ভাল ব্যাটে আসছে। রান করতে সমস্যা হচ্ছে না। টসে জিতলে তাই পরে ব্যাট করতে চাইবেন কেএল রাহুল বা ফাফ ডু প্লেসি।

কেএল রাহুল ও ফাফ ডু প্লেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2022,
  • अपडेटेड 11:28 AM IST
  • আজ যে হারবে তাদের বিদায়
  • মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বুধবার আইপিএল-এর দ্বিতীয় প্লে অফের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামবে আইপিএল-এর গ্রুপ পর্যায়ের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) । এই ম্যাচে হেরে গেলে বিদায় নিতে হবে। জিতলে, আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এয়াজস্থান রয়্যালসের মুখোমুখি হতে হবে। মঙ্গলবার সাত উইকেটে রাজস্থান র‍্য্যালসকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে গুজরাত টাইটান্স। এই মরশুমে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে আরসিবি ১৮ রানে হারিয়ে দেয় লখনউ সুপার জায়েন্টসকে। এখনও অবধি ১৪টা করে ম্যাচ খেলেছে দুই দলই। লখনউ জিতেছে ৯টি ম্যাচ। হেরেছে পাঁচটিতে। ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে কেএল রাহুলের (KL Rahul) দল। অন্যদিকে ১৪টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে ব্যাঙ্গালোর। হেরেছে ৬টি ম্যাচে। ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে উঠেছে তারা। 


কাদের দিকে নজর থাকবে
ধীরে ধীরে ছন্দে ফিরছেন বিরাট কোহলি। গুজরাতের বিরুদ্ধে তাদের গ্রুপের শেষ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছেন। ছন্দে রয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিও। তার সঙ্গেই ফর্মে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই তিন ব্যাটার যদি ছন্দে থাকেন তবে বিপক্ষে যেই থাকুন না কেন সমস্যায় পড়তে বাধ্য। তবে উল্টো দিকে মার্কাস স্টোয়নিস, জেসন হোল্ডার, মহসিন খানরাও। নিজের দিনে সমস্ত হিসেব উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন লখনউ অধিনায়ক কেএল রাহুল ও তাদের উইকেট কিপার কুইন্টন ডি কক।   

পিচ কেমন

সিএবি সূত্রের দাবি, পিচ খুব ভাল হয়েছে। ইডেনের পিচের চরিত্র বদলে গিয়েছে। বাউন্স থাকবে উইকেটে। প্রায় সমান সুবিধা পাবেন ব্যাটার এবং বোলাররা। শুরুতে ভাল ব্যাট করতে পারলে ১৬০-১৮০ রান করতে সমস্যা হওয়ার কথা নয়। আর সেটাই দেখা গিয়েছে মঙ্গলবারও। শুরুতে ব্যাট করতে গেলে কিছুটা সমস্যা হচ্ছে এটা যেমন ঠিক, তেমনই পরের দিকে বল খুব ভাল ব্যাটে আসছে। রান করতে সমস্যা হচ্ছে না। টসে জিতলে তাই পরে ব্যাট করতে চাইবেন কেএল রাহুল বা ফাফ ডু প্লেসি।       

Advertisement

কখন শুরু খেলা
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে লখনউ সুপার জায়েন্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে অফের ম্যাচ। টস সন্ধ্যা সাতটায়। প্লে অফের দুটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

আরও পড়ুন: সঞ্জুর ব্যাট থেকে এল ঝোড়ো ৪৭, নির্বাচকদের জবাব RR ক্যাপ্টেনের?

আরও পড়ুন: সুপারনোভার সুপারওম্যান হরমনপ্রীত কৌর, VIRAL দুধর্ষ ক্যাচের VIDEO

কোথায় দেখা যাবে প্লে অফের ম্যাচ?
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে রোহিত শর্মাদের ম্যাচ। মোবাইলে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই খেলা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement