Advertisement

IPL 2022, Mega Auction: স্যালারিতে বিরাটকে ছাপিয়ে গেল একাধিক ক্রিকেটার

IPL 2022, Mega Auction: স্যালারিতে বিরাটকে ছাপিয়ে গেল একাধিক ক্রিকেটার। দেখে নিন এক ঝলকে কে কত কামালেন.....

আইপিএল মেগা অকশনের আগেআইপিএল মেগা অকশনের আগে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Jan 2022,
  • अपडेटेड 12:20 PM IST
  • বিরাটকে ছাপিয়ে গেলেন একগুচ্ছ ক্রিকেটার
  • আইপিএলের মেগা অকশনের আগে ঘর গোছালো সব দল
  • এক ধাক্কায় স্যালারি বাড়ল অনেকের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মেগা অকশনের আগে এখন সমস্ত টিম নিজেদের রিটেইল করা খেলোয়াড় এবং ড্রাফট তৈরি করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পুরনো আইপিএল টিমের ৩০ নভেম্বর নিজেদের রিটেন করা খেলোয়াড়দের লিস্ট জারি করেছিল। তার দুটো নতুন দল নিজেদের ড্রাফটে শামিল ৩ খেলোয়াড়দের নাম পাঠিয়ে দিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেগা অকশনের আগে এখনও সমস্ত টিম নিজেদের রিটার্ন করা এবং ড্রাফটে শামিল খেলোয়াড়দের নাম শামিল করে নিয়েছে। পুরনো আইপিএল টিমগুলি ৩০ নভেম্বর নিজেদের রিটেন খেলোয়াড়দের লিস্ট জারি করেছিল। দুই নতুন টিম নিজেদের ড্রাফটের শামিল ৩ খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে পরবর্তী সেশানে ক্যাপ্টেনের ঘোষণা করে দিয়েছে।

আমেদাবাদ হার্দিক পান্ডিয়া, রশিদ খান এবং শুভমান গিলের নাম নিজেদের লিস্টে শামিল করেছে। অন্যদিকে আইপিএল টিম লখনৌ ভারতীয় কেএল রাহুলকে নিয়েছে। সঙ্গে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস এবং ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইকে নিজেদের দলে শামিল করেছে। টিমের ক্যাপ্টেন কে এল রাহুলকে ১৭ কোটি টাকা দেওয়া হবে। এবং বিষ্ণােই ৪ কোটি টাকা পাবেন। আমেদাবাদ হার্দিক পান্ডিয়া কে ১৫ কোটি, আফগানিস্তানের রশিদ খানকে ১৫ কোটি টাকা দেবেন।

আরও পড়ুন

আইপিএল ২০২২ কিছু খেলোয়াড় মালামাল হয়ে গিয়েছেন বলে দেখা যাচ্ছে। চেন্নাইয়ে রবীন্দ্র জাদেজা এক নম্বর খেলোয়াড় হিসেবে রিটার্ন করা হয়েছে এবং চেন্নাই তাদের টিমে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ কোটি টাকা তাকে দিচ্ছে। এর আগে তিনি ৭ কোটি টাকা পেতেন।

জাদেজার সঙ্গে যুব ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান রিশাব পান্ত ১৬ কোটি, পেস বোলার জাসপ্রিত বুমরা ১২ কোটি, গত সিজনে দুর্দান্ত পারফরম্যান্স করা যুব ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৬ কোটি, ভেঙ্কটেশ আইয়ার ৮ কোটি, হায়দ্রাবাদের জন্য খেলা আব্দুল সামাদ ৪ কোটি এবং উমরান মালিক ৪ কোটি টাকা পাবেন।

এছাড়াও লখনৌ এর ক্যাপ্টেন এর স্যালারি বৃদ্ধি হয়েছে। রাহুলকে পাঞ্জাবে ২০১৮ সালে ১১ কোটি টাকায় কেনা হয়েছিল। এখন তিনি ১৭ কোটি টাকা পাবেন। এর সঙ্গে আমেদাবাদের তরফ থেকে হার্দিক পান্ডিয়া এবং রশিদ খানকেও তাদের স্যালারিতে বৃদ্ধি করা হয়েছে। তাঁরা ছাড়া এই সমস্ত খেলোয়াড়দের অপশনে নামের যাদের পুরনো স্যালারি থেকে বেশি স্যালারি দেওয়া হচ্ছে।

Advertisement

আইপিএল টিম গুলির ড্রাফ্ট এবং রিটার্ন খেলোয়াড়দের পুরো লিস্ট

চেন্নাই সুপার কিংস- রবীন্দ্র জাদেজা ১৬ কোটি, মহেন্দ্র সিং ধোনি ১২ কোটি, মঈন আলি ৪ কোটি, ঋতুরাজ গায়কোয়াড় ৬ কোটি

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা ১৬ কোটি, সূর্য কুমার যাদব ৮ কোটি, কায়রন পোলার্ড ৬ কোটি

দিল্লি ক্যাপিটালস - ঋষভ পন্ত ১৬ কোটি, অক্ষর প্যাটেল ৯, পৃথ্বী শ সাড়ে ৭ কোটি, এনরিক নর্জে, সাড়ে ৬ কোটি

পঞ্জাব কিংস- ময়াঙ্ক আগরওয়াল ১২ কোটি, অর্শদীপ সিং ৪ কোটি

কলকাতা নাইট রাইডার্স- আন্দ্রে রাসেল ১২ কোটি, বরুণ চক্রবর্তী ৮ কোটি, ভেঙ্কটেশ আইয়ার ৮ কোটি, সুনীল নারিন ৬ কোটি

রাজস্থান রয়েলস- জস বাটলার ১০ কোটি, জোস বাটলার ১০ কোটি, যশস্বী জয়সওয়াল ৪ কোটি

সানরাইজার্স হায়দ্রাবাদ- কেন উইলিয়ামসন ১৪ কোটি, আব্দুস সামাদ ৪ কোটি, উমরান মালিক ৪ কোটি

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- বিরাট কোহলি ১৫ কোটি, গ্লেন ম্যাক্সওয়েল ১১ কোটি, মহম্মদ সিরাজ ৭ কোটি

আমেদাবাদ- হার্দিক পান্ডিয়া ১৫ কোটি, রশিদ খান ১৫ কোটি, শুভমান গিল ৮ কোটি

Read more!
Advertisement
Advertisement