Advertisement

IPL 2022:IPL 2022-র নিয়মে একগুচ্ছ বদল, কী কী পরিবর্তন? রইল

দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল রেফারেলের সংখ্যা বৃদ্ধি (DRS), এতদিন ২০ ওভারের ইনিংসে একটি করে রিভিউ পাওয়া যেত।  BCCI সম্প্রতি মেরিলেবোন ক্রিকেট ক্লাব (MCC) কর্তৃক জারি করা নতুন নিয়মকে সমর্থন করে এই সিদ্ধান্ত নিয়েছে।

আইপিএল-এ দুটি ডিআরএসআইপিএল-এ দুটি ডিআরএস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2022,
  • अपडेटेड 12:18 PM IST
  • ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২২
  • নিয়মে অনেক পরিবর্তন

IPL 2022 শুরু হতে এখন দুই সপ্তাহেরও কম সময় বাকি। এর আগে আইপিএল টুর্নামেন্টে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল কোভিড-১৯ এর কারণে কোনো দল যদি ১১ জন ক্রিকেটারকে নামাতে না পারে, তাহলে বিসিসিআই (BCCI) আবার সেই ম্যাচের আয়োজন করবে। করোনা সংক্রমণের কারণে ম্যাচটি বন্ধ হওয়া ম্যাচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি।

টেকনিক্যাল কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত 

বিসিসিআই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, 'বিসিসিআই তার বিবেচনার ভিত্তিতে ম্যাচটি পরবর্তীতে খেলানোর চেষ্টা করবে। যদি তা সম্ভব না হয় তবে বিষয়টি আইপিএল টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হবে। আইপিএল টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তই হবে চূড়ান্ত। 

আরও পড়ুন

আগে ঠিক ছিল ম্যাচটি করা না গেলে যে দলের ক্রিকেটাররা আক্রান্ত তাদের পরাজিত বলে ঘোষণা করা হবে এবং বিপক্ষ দল দুই পয়েন্ট পাবে। তবে এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। বলা হয়েছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি।

এখন থেকে দুটি ডিআরএস পাওয়া যাবে

দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল রেফারেলের সংখ্যা বৃদ্ধি (DRS), এতদিন ২০ ওভারের ইনিংসে একটি করে রিভিউ পাওয়া যেত।  BCCI সম্প্রতি মেরিলেবোন ক্রিকেট ক্লাব (MCC) কর্তৃক জারি করা নতুন নিয়মকে সমর্থন করে এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই দলগুলোকে জানিয়ে দিয়েছে, ব্যাটসম্যানরা ক্রিজ অতিক্রম করলেও ক্যাচ আউট হলে স্ট্রাইক নেবেন নতুন ব্যাটসম্যান। 

সুপার ওভার নিয়ে এই পরিবর্তন

বিসিসিআই আরও বলেছে যে যদি প্লেঅফ/ফাইনালে সুপার ওভারের মাধ্যমে টাই আটকানো সম্ভব না হয়, তাহলে যে দলটি লিগে উপরের দিকে শেষ করবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, "যদি পরিস্থিতি বিজয়ী নির্ধারণের জন্য সময় কম পাওয়া যায়, তবে নিয়মিত মরসুমের শেষে যে দলটি লিগ টেবিলে শীর্ষে থাকবে তারাই বিজয়ী হবে।'' 

প্লে অফ ম্যাচগুলি আহমেদাবাদে অনুষ্ঠিত হতে পারে

এবারের আইপিএল আয়োজন হওয়ার কথা মুম্বাই ও পুনেতে। খেলার শর্তে বলা হয়েছে যে বিসিসিআই-এর অন্য যেকোনো স্থানে প্লে-অফ অনুষ্ঠিত করার অধিকার থাকবে। এটি ইঙ্গিত দেয় যে এই বছর আহমেদাবাদে প্লে-অফ আয়োজন করা যেতে পারে।  এটি ইঙ্গিত দেয় যে এই বছর আহমেদাবাদে প্লে-অফ আয়োজন করা যেতে পারে।  

Read more!
Advertisement
Advertisement