IPL 2022: আইপিএল ২০২২-এ প্রথম থেকেই খেলতে দেখা যাবে নিউজিল্যান্ড ক্রিকেটারদের। শুক্রবার, নিউজিল্যান্ড ক্রিকেট (NZC) ঘোষণা করেছে যে যারা IPL খেলবেন না তাদের নিয়েই দল গড়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই পরিস্থিতিতে, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি সহ ১২ জন ক্রিকেটার ২৬মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের জন্য ভারতে থাকবেন।
নিউজিল্যান্ডের দল ২৬ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলবে, যেখানে ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। আইপিএলে অংশগ্রহণকারী কিউই খেলোয়াড়দের যদি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হতো, তাহলে কোয়ারেন্টাইনের নিয়মের কারণে তারা আইপিএলের প্রথম দুই সপ্তাহ মিস করতেন।
আইপিএলে যোগদানকারী খেলোয়াড়রা তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিতে আগামী সপ্তাহে ভারতে ভারতে। লকি ফার্গুসন এই সপ্তাহে দলে যোগ দেবেন, যাকে গুজরাট টাইটানস আইপিএল-এর মেগা নিলামে কিনেছিল। ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলের মতো খেলোয়াড়, যারা প্রথমবার আইপিএলে অংশ নিতে যাচ্ছেন, তারাও ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট দলের সঙ্গে যোগ দেবেন।
দক্দেষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে সন্দেহ
তবে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের ক্ষেত্রে তা নয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় প্রথম ম্যাচেই বাদ পড়বেন আট আইপিএল তারকা। এছাড়াও, ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA) যদি দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য একটি পূর্ণ শক্তির দল বেছে নেয়, তবে তাদের আরও দুই সপ্তাহ আইপিএলের বাইরে থাকতে পারে।
BCCI বর্তমানে CSA এর সাথে আলোচনা করছে যাতে একটি ঐকমত্যে পৌঁছানো যায়। CSA টেস্ট সিরিজের জন্য নন-আইপিএল খেলোয়াড়দের বাদ সিয়ে দল ঘোষণা করতে পারে।
আরও পড়ুন: ফের IPL-এ মালিঙ্গা, এবার কোন দলে?
আরও পড়ুন: 'Superman' স্টাইলে ক্যাচ নিলেন এই ফিল্ডার, জেতালেন হারা ম্যাচ
আইপিএল ২০২২-এ নিউজিল্যান্ডের খেলোয়াড়: কেন উইলিয়ামসন (SRH), লকি ফার্গুসন (GT), ট্রেন্ট বোল্ট (RR), অ্যাডাম মিলনে (CSK), মিচেল স্যান্টনার (CSK), টিম সাউদি (KKR), জেমস নিশাম (RR), গ্লেন ফিলিপস (SRH), ডেভন কনওয়ে (CSK), ফিন অ্যালেন (RCB), টিম সেফার্ট (DC), ড্যারিল মিচেল (RR)।