Advertisement

IPL 2022: ডুপ্লেসির কার্তিক-স্তুতি, KKR-এর প্রাক্তন ক্যাপ্টেন RCB ফিনিশার

ঠান্ডা মাথায় এভাবে দলকে জেতানোর জন্য অনেকেই মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে তাঁর তুলনা করছেন। প্রশংসা করেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিও। তিনিই ম্যাচ শেষে ধোনির প্রসঙ্গ তোলেন।

দীনেশ কার্তিক ছবি- পিটিআইদীনেশ কার্তিক ছবি- পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2022,
  • अपडेटेड 4:12 PM IST
  • লো স্কোরিং ম্যাচে ৩ উইকেটে জিতেছে আরসিবি
  • দারুণ ফিনিশ করেন কার্তিক

কলকাতার বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিতিয়েছেন KKR-এর প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক (Dinesh Karthik)। মাত্র ১২৮ রান তাড়া করতে গিয়ে সাত উইকেট খুইয়ে ফেলা আরসিবি-কে জয়ের রাস্তা দেখান কার্তিক। শেষ ওভারে সাত রান দরকার ছিল। আন্দ্রে রাসেল প্রথমেই শর্ট বল করে কার্তিককে অবাক করতে চেষ্টা করেন। তবে দারুণ ভাবে পুল মেরে বল মাঠের বাইরে পাঠান নাইটদের প্রাক্তন অধিনায়ক। পরের বলে চার মেরে এবারের আইপিএল-এ প্রথম বার আরসিবি-কে জয়ের স্বাদ এনে দেন কার্তিক। 

ঠান্ডা মাথায় এভাবে দলকে জেতানোর জন্য অনেকেই মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে তাঁর তুলনা করছেন। প্রশংসা করেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিও। তিনিই ম্যাচ শেষে ধোনির প্রসঙ্গ তোলেন। 

ডু প্লেসিস (Faf Du Plessis) বলেছেন, 'এটা ভাল জয়। ছোট স্কোর তাড়া করার সময়, একজনকে ইতিবাচক মনোভাব নিয়ে যাওয়া উচিত। ম্যাচটা শেষ পর্যন্ত যাওয়া উচিত ছিল না, তবে ওদের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে।''

আরও পড়ুন

"অবশেষে, ডিকে (কার্তিকের) অভিজ্ঞতা কাজে এসেছে। শেষ ৫ ওভারে মহেন্দ্র সিং ধোনির মতোই শান্ত ছিল ও।'' কার্তিকের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পাঁচ নম্বরে শাহাবাজকে ব্যাট করতে নামিয়েছিল আরসিবি টিম ম্যানেজমেন্ট। আর সেই পরিকল্পনা সফল হয়। ডু প্লেসি বলেন,''বুধবার উইকেটে ভাল সিম ও বাউন্স ছিল। দুইদিন আগেই আমরা ২০০ রান করেও জিততে পারিনি। আজ আবার এত কম রান নিয়েও কলকাতা দারুণ লড়াই করল। আমাদের আরও ভাল ভাবে জেতা উচিত ছিল। তবে জেতাটাই আসল কথা।''   

Read more!
Advertisement
Advertisement