আইপিএল 2022-এ মঙ্গলবার খেলা ম্যাচে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) রাজস্থান রয়্যালসকে (RR) চার উইকেটে হারিয়েছে। পাঁচ বল বাকি থাকতেই ১৭০ রানের লক্ষ্য অর্জন করে আরসিবি। আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)।
বাঁহাতি ব্যাটসম্যান শাহবাজ দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ২৬ বলে ৪৫ রান করেন। এ সময় শাহবাজ চারটি চার ও তিনটি ছক্কা মারেন।শাহবাজ যখন ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন, ততক্ষণে ম্যাচটি প্রায় আরসিবির দখলে চলে আসে।
কার্তিকের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি
তার ম্যাচ জেতানো ইনিংস চলাকালীন, শাহবাজ আহমেদ দীনেশ কার্তিকের সাথে ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটি গড়েন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। উইকেট-রক্ষক ব্যাটার কার্তিক ২৩ বলে অপরাজিত ৪৪ রান করেন, যার মধ্যে সাতটি চার ও একটি ছক্কা ছিল।
বিরাটের অভিনন্দন
শাহবাজ আহমেদের দুর্দান্ত ইনিংস দেখে দারুণ মুগ্ধ তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে বিরাট কোহলি এই প্রতিশ্রুতিবান খেলোয়াড়কে উৎসাহিত করছেন। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শাহবাজ। সেই ম্যাচে শাহবাজ তিন ছক্কায় ২৭ রান করেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস তিন উইকেটে ১৬৯ রান করে। ওপেনার জস বাটলার ৪৭ বলে অপরাজিত ৭০ রান করেন। অন্যদিকে, শিমরন হেটমায়ার ৩১ বলে বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে রয়েছে চারটি চার ও দুটি ছক্কা। আরসিবির হয়ে, হর্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং ডেভিড উইলি একটি করে উইকেট নেন।
জবাবে ১৯.১ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান করে ম্যাচ জিতে নেয় আরসিবি। শাহবাজ আহমেদ ৪৫ এবং দিনেশ কার্তিক অপরাজিত ৪৪ রান করেন। ফাফ ডু প্লেসিস ২৯ ও অনুজ রাওয়াত ২৬ রান করেন। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন: ফের ব্যর্থ বিরাট, তবুও শীর্ষে থাকা RR-কে হারাল RCB
আরও পড়ুন: চাহাল উইকেট পেতেই গ্যালারিতে ধনশ্রীর সে কী নাচ! Viral
শাহবাজ ১৬টি আইপিএল ম্যাচ খেলেছেন
শাহবাজ আহমেদকে IPL 2022-এর মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২.৪০ কোটি টাকায় কিনেছিল। আইপিএলের শেষ দুই মরসুমেও আরসিবির সঙ্গে ছিলেন শাহবাজ। শাহবাজ আহমেদ আইপিএলে এ পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন। ১৩২ রান করার পাশাপাশি ৯ উইকেটও নিয়েছেন তিনি।