Advertisement

Team India: IPL-এর পর ঠাসা সূচি রোহিতদের, প্রস্তুতিতে ফাঁক রাখতে নারাজ BCCI

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে ভারতের ঠাসা সূচি। আইপিএলের ফাইনাল হবে ২৯ মে। তার ঠিক পরেই জুন মাসে রোহিতরা  ৯ থেকে ১৯-এর মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket) বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ ম্যাচ খেলবে ভারত। এর পরেই ইংল্যান্ডে যাবে ভারত। গত বছর করোনার সংক্রমণের জন্য ইংল‍্যান্ডের বিরুদ্ধে বাতিল হয়ে যায় পঞ্চম টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচটি হবে এবার। টেস্ট ম্যাচের পরে ভারত তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

বিরাট ও রোহিত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2022,
  • अपडेटेड 6:40 PM IST
  • IPL-এর পরেও ছুটি নেই বিরাট-রোহিতদের
  • বিশ্বকাপের প্রস্তুতিতে টিম ইন্ডিয়া

চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টি-২০ বিশ্বকাপ (World Cup T-20)।  তার আগে ভারতের (Team India) মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া দল। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে এই সিরিজ। যেখানে ভারত-অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০সিরিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ খেলেই টি-২০ বিশ্বকাপের জন্য উড়ে যাবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। 

এবারের টি২০ বিশ্বকাপের আগে রোহিতদের প্রস্তুতিতে ফাঁক রাখতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিসিসিআই (BCCI)। ঠিক এক বছর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। প্রথমেই পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হার আর তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ভারত। 

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে ভারতের ঠাসা সূচি। আইপিএলের ফাইনাল হবে ২৯ মে। তার ঠিক পরেই জুন মাসে রোহিতরা  ৯ থেকে ১৯-এর মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket) বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ ম্যাচ খেলবে ভারত। এর পরেই ইংল্যান্ডে যাবে ভারত। গত বছর করোনার সংক্রমণের জন্য ইংল‍্যান্ডের বিরুদ্ধে বাতিল হয়ে যায় পঞ্চম টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচটি হবে এবার। টেস্ট ম্যাচের পরে ভারত তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন: BJP-র অনুষ্ঠানে আমন্ত্রণ দ্রাবিড়কে, যাবেন? জানিয়ে দিলেন বিরাটদের কোচ


টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজ গুলো যে ভারতীয় দলকে বিশ্বকাপের আগে অনেকটা প্রস্তুত করবে, তা বলাই বাহুল্য। গত বছর টি-২০ বিশ্বকাপে একেবারেই নিজেদের মেলে ধরতে ব‍্যর্থ হয় টিম ইন্ডিয়া। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে  নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া রোহিত শর্মার দল।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement