দারুণ ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালস লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। মঙ্গলবার তাঁর পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই ম্যাচেও দারুণ বল করেন চাহাল। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে দু'টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। আর সেই সময় গ্যালারিতে নাচতে দেখা যায় তাঁর স্ত্রী ধনশ্রী ভর্মাকে (Dhanashree Verma)।
প্রথমে ব্যাট করা রাজস্থানের ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল করেছিল আরসিবি। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই বল করতে এসে উইকেটে সেট হয়ে যাওয়া আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসির উইকেট তুলে নেন চাহাল। ২০ বলে ২৯ রান করে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতের এই লেগ স্পিনার।
ডু প্লেসি যখন আউট হন তখন আরসিবি-র রান ৫৫। সপ্তম ওভারের শেষ বলে আউট হন ব্যাঙ্গালোর অধিনায়ক। অষ্টম ওভারের শেষ বলে ফের উইকেট পায় রাজস্থান। আউট হন আরেক ওপেনার অনুজ রাওয়াত। নবম ওভারে বল করতে আসেন চাহাল। সেই ওভারেই আরও দুটি উইকেট হারায় আরসিবি। রান আউট হন বিরাট কোহলি। পরের বলেই চাহালের বলে বোল্ড হন ডেভিড উইলি। চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। আর রাজস্থানকে লড়াইয়ে ফেরান চাহাল। ভারতের এই লেগ স্পিনার উইকেট পেতেই আনন্দে নেচে উঠতে দেখা যায় তাঁর স্ত্রী ধনশ্রীকে। নবম ওভারে চাহাল যখন ডেভিড উইলিকে আউট করেন, তখন ধনশ্রীর এই নাচ দেখা যায়।
২০২০ সালের ডিসেম্বরে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী গাঁটছড়া বাঁধেন। ধনশ্রী একজন দুর্দান্ত কোরিওগ্রাফার এবং তার নাচের ভিডিওগুলি বেশ ভাইরাল হয়। ধনশ্রীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যার ২৫.৯ লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে। ধনশ্রী বলিউডের গান রিক্রিয়েট করছেন। এছাড়াও, তিনি হিপ-হপের প্রশিক্ষণও দেন তিনি।
আরও পড়ুন: ফের ব্যর্থ বিরাট, তবুও শীর্ষে থাকা RR-কে হারাল RCB
আরও পড়ুন: মাঠের মধ্যেই সিরাজের সঙ্গে নাচ বিরাটের, Viral Video
যুজবেন্দ্র চাহালকে IPL 2022-এর নিলামে রাজস্থান রয়্যালস (RR) ৬.৫০ কোটি টাকায় কিনেছিল। বিশেষ বিষয় ছিল চাহালের পুরনো ফ্র্যাঞ্চাইজি আরসিবি নিলামে এই এই লেগ-স্পিনারের জন্য বিডও করেনি। চাহাল আইপিএলে মোট ১১৭টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ২১.৬৪ গড়ে ১৪৬টি উইকেট নিয়েছেন। এই সময়ে তাঁর ইকোনমি ছিল ৭.৫৬।