Advertisement

IPL 2023 Cyclone Mocha: আন্দামানে ঝড়-বৃষ্টি, ঘূর্ণাবর্ত; সোমবার ইডেনে KKR-এর ম্য়াচ হওয়া সম্ভব ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়েছে। নীতীশ রানার নেতৃত্বে কেকেআর এখনও পর্যন্ত ১০টি ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছে এবং পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে। কলকাতার প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে হলে পরের চারটি ম্যাচ জিততে হবে।

কেকেআর দলকেকেআর দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2023,
  • अपडेटेड 3:04 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়েছে। নীতীশ রানার নেতৃত্বে কেকেআর এখনও পর্যন্ত ১০টি ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছে এবং পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে। কলকাতার প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে হলে পরের চারটি ম্যাচ জিততে হবে।


তবে ঘূর্ণিঝড় মোকা কলকাতা নাইট রাইডার্স দলের আশা নষ্ট করে দিতে পারে। আবহাওয়া দফতরের মতে, ৮ মে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড় মোকা। কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস-এর ম্যাচের পাশাপাশি কেকেআর-রাজস্থান র্য্যা লস ম্যাচও রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৬ মে) বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর প্রভাবে ৮ মে (সোমবার) সকালে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ এলাকাটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর দিকে অগ্রসর হবে। 

আরও পড়ুন

কলকাতা-পঞ্জাব ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই
আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ মে (বুধবার)-এর আগে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে ৮ মে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের ম্যাচে বৃষ্টি সম্ভবত ব্যাঘাত ঘটাবে না। তবে ঘূর্ণিঝড় মোকা নিশ্চিতভাবেই ১১ মে (বৃহস্পতিবার) ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা ম্যাচটিকে প্রভাবিত করতে পারে। এর জেরে ওই দিন কলকাতা ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। 

ঝড় হতে পারে

এই ঘূর্ণিঝড়ের কারণে ৯ মে থেকে বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০  কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ৯ মে বাতাসের গতি ক্রমশ বাড়বে ৭০ কিলোমিটার বেগে। এরপর ১০ মে কিছু জায়গায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে জেলে, ছোট জাহাজ, নাবিক ও ট্রলারকে ৭ মে এর পর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় না যেতে বলা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যারা আছেন তাদের ৭ মে এর আগে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement