Advertisement

IPL 2023 Final CSK vs GT: রবিবার IPL-এর মহারণ, ফাইনালে GT vs CSK; কখন-কোথায় ম্যাচ?

রবিবার আইপিএল-এর (IPL 2023) ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে এটাই কি শেষবার? তার উত্তর যদিও এখনও মেলেনি। ইয়েলো আর্মির লক্ষ্য থাকবে আবারও চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ছুঁয়ে ফেলা।

হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনিহার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • আহমদাবাদ ,
  • 27 May 2023,
  • अपडेटेड 2:14 PM IST
  • রবিবার আইপিএল ফাইনাল
  • মুখোমুখি গুজরাত ও চেন্নাই

রবিবার আইপিএল-এর (IPL 2023) ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে এটাই কি শেষবার? তার উত্তর যদিও এখনও মেলেনি। ইয়েলো আর্মির লক্ষ্য থাকবে আবারও চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ছুঁয়ে ফেলা।


হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত পরপর দুইবার আইপিএল-এর ফাইনালে। গতবছরেই আইপিএল-এ প্রথমবার খেলতে নেমে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। আর এবারেও কাপ জেতার বিরাট সুযোগ শুভমন গিলদের সামনে। তবে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ধোনির মস্তিষ্ক। যদিও প্রথম কোয়ালিফায়ারে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে বেশ কিছুটা সময় চুরি করে নিয়েছিলেন ধোনি। আর এর জন্য তাঁকে শাস্তি পেতে হতে পারে। ফাইনাল ম্যাচে তাঁকে বাইরে বসতে হতে পারে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। টস সন্ধ্যা সাতটায়। এই ম্যাচ সরাসরি দেখা যাবে জিও সিনেমায় (Jio Cinema)। তাও আবার বিনামূল্যে। শুধু তাই নয়, টেলিভিশনে স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচ।

আরও পড়ুন


কোথায় অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল?
রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল-এর ফাইনাল ম্যাচ। ম্যাচের আগে হবে সমাপ্তি অনুষ্ঠানও। যেখানে পারফর্ম করবেন একাধিক তারকা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই দুই ম্যাচে দর্শকদের আকর্ষণ করতে কোনো খামতি রাখতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। রবিবার ফাইনাল ম্যাচের আগে ও ইনিংস বিরতির সময় পারফর্ম করবেন তারকারা। সেই তারকারদের তালিকায় রয়েছেন নুক্লেয়া (Nucleya), কিং (King), জনিতা গান্ধী (Jonita Gandhi) ও ডিভাইনের (Devine) মতো শিল্পীরা। অন্যদিকে ফাইনাল ম্যাচের আগে হবে চোখ ধাঁধানো লাইট শো। 

আরও পড়ুন: MI-র বিরুদ্ধে বিধ্বংসী শুভমান, সেঞ্চুরির হ্যাটট্রিকে IPL-এ গিল শো

ইতিমধ্যে শোনা যাচ্ছে যে, ফাইনাল ম্যাচের ( IPL Final 2023) সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় এক লক্ষ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ফলে ফাইনাল ম্যাচে প্রচুর দর্শক উপস্থিত হবেন এই স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদে উড়ে যাবেন বলে জানিয়েছেন। আইপিএল ফাইনালে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরাও। যদিও আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement