Advertisement

IPL 2023, Harry Brook: 'ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে নেমেছিলাম', KKR-কে হারিয়ে বিস্ফোরক ব্রুক

গত তিন ম্যাচে রান পাননি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন ফ্যানরা। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে দূরন্ত শতরান করে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ওপেনার হ্যারি ব্রুক (Harry Brook) একহাত নিলেন সমালোচকদের। শুক্রবার ৫৫ বলে দারুণ শতরান করেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ১২টা চার ও তিনটে ছক্কা।

হ্যারি ব্রুকহ্যারি ব্রুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2023,
  • अपडेटेड 3:31 PM IST
  • KKR-কে একাই হারালেন ব্রুক
  • হ্যারি ব্রুকের সেঞ্চুরি

গত তিন ম্যাচে রান পাননি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন ফ্যানরা। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে দূরন্ত শতরান করে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ওপেনার হ্যারি ব্রুক (Harry Brook) একহাত নিলেন সমালোচকদের। শুক্রবার ৫৫ বলে দারুণ শতরান করেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ১২টা চার ও তিনটে ছক্কা।

ম্যাচ শেষ হওয়ার পর ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বলেন, '‘আমি নিজের উপর একটু চাপ নিয়ে ফেলেছিলাম। সোশ্যাল মিডিয়াতে সকলে আমাকে ফালতু বলছিল। সেখানে অনেক ভারতীয় ভক্তও রয়েছে, যারা আজ (শুক্রবার) বলবে, এই রাতে আমি কিছু দারুণ করেছি। কিন্তু কয়েক দিন আগে ওরাই আমাকে স্লেজিং করেছে। কুকথা বলেছে। আমি খুশি যে, তাদের মুখ বন্ধ করতে পেরেছি।’ এই মরশুমে নিলামে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল হায়দরাবাদ। প্রথম দিকে তিনি পারফর্ম করতে না পারায় সমালোচনা হয় ব্রুককে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ২৩ রানে জয়ের পর। যে জয়ে প্রধান ভূমিকা নিয়েছেন ব্রিটিশ তারকা।

আরও পড়ুন

ইনিংসের বিরতিতে তাঁর মারকাটারি ব্যাটিং নিয়ে জিজ্ঞাসা করা হলে হ্যারি ব্রুক বলেন, 'স্পিন নিয়ে আমার কিছুটা সমস্যা হচ্ছিল, কিন্তু আমি পাওয়ার প্লেকে সুবিধা মতো ব্যবহার করতে চেয়েছিলাম। তাই মাঝের ওভারগুলি স্ট্রাইক রোটেট করছিলাম।' ইডেনের উইকেটের প্রশংসাও করেছেন ব্রুক। তিনি আরও বলেন, 'এটা দারুণ একটা উইকেট। এমন উইকেটে দারুণ খেলা হয়। তবে আমাদের কাজ এখনই শেষ হয়ে যায়নি।' এরপরেই মজার ছলে ইংরেজ ক্রিকেটার আরও বলেন, 'আমার বান্ধবী এখানে আছে কিন্তু আমার পরিবারের বাকিরা চলে গিয়েছে, আমি জানতাম তারা চলে যেতেই আমি ভাল খেলবো। আমি নিশ্চিত তাঁরা সকলেই আমার জন্য খুব খুশি হবেন।'

Advertisement

শুক্রবারের ম্যাচ জিততে পারলে কলকাতা নাইট রাইডার্স শীর্ষে উঠতে পারত। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যাওয়ায় তারা চারেই রয়ে গেল। বরং দু'ধাপ লাফিয়ে সাত নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। আটে এবং নয়ে নেমে গেল যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স।

Read more!
Advertisement
Advertisement