সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে তাতেও স্বস্তি পাচ্ছেন না নীতীশ রানা (Nitish Rana), চন্দ্রকান্ত পণ্ডিতরা (Chandrakanta pandit)। কারণ এখনও প্লে অফ নিশ্চিত হয়নি কলকাতার। এখনও লিগ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে কেকেআর-কে। প্লে অফে কেকেআর যেতে পারবে কিনা তা নির্ভর করবে এই চার ম্যাচের ওপর।
কীভাবে প্লে অফে যেতে পারে কেকেআর?
কেকেরআর-কে প্লে অফে যেতে হলে, অন্তত ১৬ পয়েন্ট পেতে হবে। সেক্ষেত্রে বাকি সব ম্যাচেই জিততে হবে কলকাতার দলকে। কারণ এখনও অবধি ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে এখনও আট নম্বরে কেকেআর। লিগ টেবিলের শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। ৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১২। দুই নম্বরে লখনউ সুপার জায়েন্টস। ১০ ম্যাচে ১১ পয়েন্ট রয়েছে তাদের। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই তিন নম্বরে। তাদের পয়েন্টও ১০ ম্যাচে ১১। চার নম্বরে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে তাদের।
১০ ম্যাচে আট পয়েন্ট কেকেআর-এর। এই মরশুমে ৪টি ম্যাচ জেতার পাশাপাশি ৬টি ম্যাচ হেরে গিয়েছে। রান রেটও কিছুটা উন্নতি করতে হবে। চার নম্বরে থাকা রাজস্থানের পাঁচটি ম্যাচ বাকি রয়েছে। সমস্ত ম্যাচ জিতলে ২০ পয়েন্ট পাবে তারা। কেকেআর-এর বিরুদ্ধে পঞ্জাব কিংস, রাজস্থান র্য্যালস,চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়েন্টস ম্যাচ বাকি রয়েছে। চার ম্যাচ জিততে পারা এখান থেকে বেশ কঠিন হলেও জিততে পারলে প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে যাবে কেকেআরকে।
দারুণ ম্যাচ জিতেছে কেকেআর
বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ৫ রানে ম্যাচ জিতেছে কেকেআর। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানা। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কেকেআর। নীতিশ ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। ৩টে চার ও ৩টে ছক্কায় সাজানো তাঁর ইনিংস। মাত্র ১৫ বলে ২৪ রান করে আউট হন আন্দ্র রাসেল। ৩৫ বলে ৪৬ রানে আউট হন রিঙ্কু সিং।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও, পরের দিকে পরপর উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। ফলে ১৬৬ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৪০ বলে ৪১ রান করেন এইডেন মারক্রাম। হেইনরি ক্লাসেন ২০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। আব্দুল সামাদ ১৮ বলে ২১ রান করলেও দলের হার এড়াতে পারেনি হায়দরাবাদ।