Advertisement

IPL 2023 Kolkata Knight Riders: সৌরভদের জয়ে সুবিধা হল KKR-এর, কীভাবে প্লে অফে যেতে পারেন নীতীশরা?

লিগ পর্বের একেবারে শেষদিকে এসে জমে গেল আইপিএল (IPL 2023)। বুধবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে দেওয়ায়, কিছুটা সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। এখনও একমাত্র গুজরাত টাইটান্স (Gujarat Titans) ছাড়া কোনও দল প্লে-অফে উঠতে উঠতে পারেনি। প্লে-অফের লড়াইয়ে রয়েছে সাতটি দল। তার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও।

কেকেআর দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2023,
  • अपडेटेड 7:52 AM IST

লিগ পর্বের একেবারে শেষদিকে এসে জমে গেল আইপিএল (IPL 2023)। বুধবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে দেওয়ায়, কিছুটা সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। এখনও একমাত্র গুজরাত টাইটান্স (Gujarat Titans) ছাড়া কোনও দল প্লে-অফে উঠতে উঠতে পারেনি। প্লে-অফের লড়াইয়ে রয়েছে সাতটি দল। তার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও।


দিল্লির কাছে ম্যাচ হারায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে পঞ্জাব। লিগে একটি ম্যাচ বাকি রয়েছে কিংসদের। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে তারা। রাজস্থানেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। দু’দলের মধ্যে যারাই জিতুক, ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না। অন্য দিকে কেকেআরেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। শেষ ম্যাচে শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ জিতলে নীতীশ রানাদেরও ১৪ পয়েন্ট হবে। ভাল ব্যবধানে জিততে পারলে নেট রানরেটে বাকি দুই দলকে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে কেকেআরের।

আরও পড়ুন: প্লে অফে ওঠা নিশ্চিত না হলেও সিরাজের বাড়িতে বিরিয়ানি খেতে গেলেন বিরাটরা

যদিও শেষ চারে ওঠার ক্ষেত্রে কেকেআরের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরু তাদের বাকি দুই ম্যাচের অন্তত একটি হারলে ও মুম্বই তাদের শেষ ম্যাচ হারলে সেই দুই দলেরও পয়েন্ট হবে ১৪। সে ক্ষেত্রে কেকেআরের সামনে সুযোগ থাকবে প্লে-অফে কোয়ালিফাই করার। 

আরও পড়ুন: সৌরভেরও Z ক্যাটেগরির নিরাপত্তা

শনিবার বৃষ্টি হতে পারে কলকাতায়, সমস্যায় পড়তে পারে কেকেআর
কলকাতাকে জিততেই হবে। আইপিএল-এ টিকে থাকার এই লড়াইয়ে বৃষ্টি বাঁধ সাধতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও (Rain Forecast In Kolkata)। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement