KKR-Mohun Bagan Jersey: ইডেনে মোহনবাগান সমর্থকদের, সবুজ মেরুন জার্সিতে ঢুকতে বাধা দেওয়া নিয়ে রীতিমতো সরগরম ময়দান। এই প্রসঙ্গেই এবার মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
ইডেনে (Eden Gardens) গত শনিবার, মুখোমুখি হয় কেকেআর (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। সেই ম্যাচেই সবুজ মেরুন জার্সি পরে মাঠে ঢুকতে পারেননি বলে অভিযোগ করেন অনেক মোহনবাগান (Mohun Bagan) সমর্থক। মূলত, মোহনবাগানকে সম্মান জানাতেই সবুজ মেরুন জার্সিতে মাঠে নামার সিদ্ধান্ত নেয় লখনউ। আর তাই শতাব্দীপ্রাচীন ক্লাবের সমর্থকরা অনেকেই, সেদিন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে ম্যাচ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এলএসজি (LSG) সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামলেও, ইডেনের নিরাপত্তারক্ষীরা সাধারণ সমর্থকদের বাধা দিল কেন? এই নিয়েই উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, মোহনবাগান সমর্থকরা চেয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) ধন্যবাদ জানাতে।
আরও পড়ুন: ফাইনালে পান্ডিয়া VS পান্ডিয়া? যে ভাবে সম্ভব...
ইতিমধ্যেই, মোহনবাগানের তরফ থেকে ক্ষোভ জানিয়ে একটি চিঠিও দেওয়া কেকেআর ম্যানেজমেন্টকে। আর এবার এই বিষয়ে মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষ। তাঁরা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন চারপাশে ভেসে বেড়াচ্ছে। যে ২০ মে আইপিএলে (IPL 2023), কেকেআর (KKR) বনাম এলএসজি ম্যাচ চলাকালীন কেকেআর ম্যানেজমেন্ট কিছু সমর্থককে ইডেন গার্ডেন্সে প্রবেশ করতে বারণ করে। কিন্তু স্টেডিয়ামের ক্রাউড ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের কোনও সম্পর্কই নেই। আমাদের বলা হয়েছিল যে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তিদের দ্বারা অ্যামবুশ বিপণনের চেষ্টা করা হয়েছিল। যা লিগের নিয়ম অনুযায়ী, আইপিএল লিগ অ্যান্টি-অ্যাম্বুশ মার্কেটিং টিম দ্বারা অবিলম্বে বন্ধ করা হয়।‘
তাঁরা আরও বলেছে, ‘কলকাতায় সমস্ত সমর্থকদের সঙ্গে দুর্দান্ত সম্পর্কের জন্য এবং ইডেন গার্ডেন্সের প্রতিটি ম্যাচকে নিজেদের হোম বানানোর জন্য, কেকেআর সবার কাছে কৃতজ্ঞ! যেটি সবচেয়ে বড় ফ্যান বেসগুলির মধ্যে অন্যতম এবং যা কখনই কাউকে অসম্মান করার জন্য নয়।‘
অন্যদিকে গতকাল, বেহালায় এক সবুজ মেরুন ফ্যান ক্লাবের অনুষ্ঠানে এসে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, ‘আমি যত ম্যাচ দেখেছি, মোহনবাগান জার্সি পরে মাঠে খেলা দেখতে গেছি। এটা আমাদের গর্ব। সেইখানে বহু সমর্থক মোহনবাগানের জার্সিতে মাঠে ক্রিকেট দেখতে গেছে, তাঁদেরকে আটকে দেওয়া হয়েছে। বলেছে না! এই জার্সি পরে ঢুকতে দেওয়া হবেনা। এটা কোন ধরণের সৌজন্যতা? আমি বলছি না আমি লখনউয়ের সাপোর্টার, আমি বলছি না আমি কোন দলের সাপোর্টার। কিন্তু আমি কোন জার্সি পরব, কোন পোশাক পরব সেটাতো আমার ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করছে। এটাতো কেউ আমাকে বলে দিতে পারবে না, আপনি এই মাঠে খেলা দেখতে আসবেন। এই পোশাক পরে আপনাকে আসতে হবে, এটাতো কেউ বলতে পারে না। এটা কাকে অপমান করেছে? মোহনবাগান ক্লাবকে অপমান করেছে, আমাদের সেন্টিমেন্টকে অপমান করেছে। আমি খুব কড়া চিঠি দিয়েছি কেকেআরকে। ওঁদের কোনও অধিকার নেই সমর্থকদের অপমান করার।‘
ফলে সবমিলিয়ে, কেকেআর বনাম মোহনবাগান তরজা রীতিমতো তুঙ্গে।