Advertisement

IPL 2023 KKR: পঞ্জাবকে হারিয়ে ৫-এ KKR, কীভাবে প্লে অফে যেতে পারে কলকাতা?

পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে পাঁচ নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দিকে কিছুটা এগোল কেকেআর। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রাজস্থান রয়্যালস। পয়েন্ট এক থাকলেও রান রেটে এগিয়ে সঞ্জু স্যামসনরা।

নীতীশ রানা ও আন্দ্রে রাসেল নীতীশ রানা ও আন্দ্রে রাসেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2023,
  • अपडेटेड 9:02 AM IST

পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে পাঁচ নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দিকে কিছুটা এগোল কেকেআর। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রাজস্থান রয়্যালস। পয়েন্ট এক থাকলেও রান রেটে এগিয়ে সঞ্জু স্যামসনরা।


কোন কোন ম্যাচ বাকি রয়েছে কেকেআর-এর?
এরপর ঘরের মাঠেই বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলবেন নীতীশ রানারা। এরপর চিপকে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে কেকেআর। রবিবারের সেই ম্যাচের পর ২০ মে লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে কেকেআর। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রয়েছে আট নম্বরে। KKR বর্তমানে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে। KKR কে ১৬ পয়েন্ট পেতে হলে বাকি তিনটি ম্যাচই জিততে হবে। তবে, ১৬ পয়েন্টও নিরাপদ নয়, কারণ ৪টি দল ১৮ পয়েন্ট পেয়ে যেতে পারে। এখন তিনটি ম্যাচই কেকেআরের জন্য ডু অর ডাই। একটা হারই তাদের প্লে অফের রেস থেকে বাদ দিয়ে দিতে পারে।

আইপিএল পয়েন্ট টেবিল

আরও পড়ুন: কলকাতায় রসগোল্লায় মজে KKR-এর আফগান ক্রিকেটার গুরবাজ
দারুণ রান তাড়া করে জিতল কেকেআর

আবারও শেষ বলে চার মেরে দলকে জেতালেন রিঙ্কু। দারুণ ইনিংস খেললেন আন্দ্রে রাসেলও। ঠিক যে সময় কেকেআর সমস্যায় পড়েছিল সেই সময়ই একের পর এক বড় শট খেলে দলকে বিপদমুক্ত করেন। গোড়ালিতে চোট পেয়ে ফিল্ডিং-এর সময় বাইরে গিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। বেশ কিছুক্ষণ বাইরে থাকায়, ওপেন করতে নামতে পারেননি তিনি।

আরও পড়ুন

গুরবাজ আর রয় ওপেন করেন। ১৮০ রান তাড়া করতে নেমে তাড়াহুড়ো করেনি কেকেআর। ২৪ বলে ৩৮ রান করে আউট হন জেসন রয়। ৩৮ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন নীতীশ রানা। ২৩ বলে ৪২ রান করেন আন্দ্রে রাসেল। ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। 
  
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement