Advertisement

KKR vs LSG IPL 2023: KKR-এর তিন স্পিনারকে ভয় পাচ্ছে LSG? ক্রুণাল পান্ডিয়া বললেন...

এখনও আইপিএল-এর (IPL 2023) প্লে অফে যাওয়া নিশ্চিত হয়নি লখনউ সুপার জায়েন্টেসের (Lucknow Super Giants)। একই অবস্থায় কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders)। ফলে শনিবারের ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইডেনে এই ম্যাচে জিতে প্লে অফে যেতে মরিয়া দুই দলই।

কেকেআর-এর তিন স্পিনার সুয়াশ, নারিন ও বরুণ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 May 2023,
  • अपडेटेड 4:20 PM IST

এখনও আইপিএল-এর (IPL 2023) প্লে অফে যাওয়া নিশ্চিত হয়নি লখনউ সুপার জায়েন্টেসের (Lucknow Super Giants)। একই অবস্থায় কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders)। ফলে শনিবারের ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইডেনে এই ম্যাচে জিতে প্লে অফে যেতে মরিয়া দুই দলই।

সবুজ-মেরুন জার্সি পরে খেলবে লখনউ
এই ম্যাচের আগে নিজেদের সবুজ-মেরুন জার্সি উদ্বোধন করল লখনউ। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হল, এবার থেকে ইডেনে খেলতে এলে এই জার্সি পরেই নামবেন ক্রুনাল পান্ডিয়ারা। তবে কঠিন এই ম্যাচের আগে এদিনের সাংবাদিক সম্মেলনে কেকেআর-এর তিন স্পিনার নিয়ে মুখ খুলেছেন লখনউ ব্যাটার নিকোলাস পুরান। তিনি বলেন, 'তিন স্পিনারই দারুণ। আশা করব আমাদের সমস্যা হবে না। শেষ অবধি ব্যাট আর বলের লড়াই।‘ রিঙ্কু সিং এই মরশুমে দারুণ ছন্দে রয়েছেন। তাঁর পারফরম্যান্স নিয়েও সতর্ক লখনউ দল। লখনউ ক্যাপ্টেন ক্রুনাল পান্ডিয়া বলেন, ‘আমরা সকলেই জানি, রিঙ্কু কেমন খেলেছে। তবে সব ক্রিকেটারই বড় ফ্যাক্টর। তাই আলাদা করে কিছু নয়, তবে অবশ্যই রিঙ্কু একটা ফ্যাক্টর।‘

আরও পড়ুন: KKR-র বিরুদ্ধে মোহনবাগান জার্সিতে লখনউ, দেখুন কেমন লাগছে ক্রুণালদের
এই মরশুমে কেএল রাহুল চোটের জন্য ছিটকে গিয়েছেন। এটা বড় ধাক্কা ছিল লখনউ সুপার জায়েন্টসের কাছে। সেটা স্বীকার করে নেন ক্রুণাল পান্ডিয়া। তিনি বলেন, ‘এটা বড় ধাক্কা আমাদের জন্য। আমিও কষ্ট পেয়েছি। কিন্তু কিছু তো থেমে থাকে না। এগিয়ে যেতে হবে সেটাই নিয়ম। সেই অনুযায়ী আমি ক্যাপ্টেন হয়েছি। সেখান থেকে দল লড়াই করে এই জায়গায় এসেছে।‘

আরও পড়ুন: সৌরভদের জয়ে সুবিধা হল KKR-এর, কীভাবে প্লে অফে যেতে পারেন নীতীশরা?
 

দলে মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের থাকা একটা বড় অ্যাডভান্টেজ বলেই মনে করেন এলএসজি ক্যাপ্টেন। তিনি বলেন, ‘গৌতম গম্ভীরের থাকা বড় ব্যাপার। ও থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। গম্ভীর এর আগে কেকেআর-কে আইপিএল জিতিয়েছে। ফ্র্যাঞ্চেইজি ক্রিকেটে ১০ বছরেরও বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। ফলে ওর সাহায্য আমাদের সবসময় কাজে লাগে।‘
মরশুমের মাঝপথে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেওয়া একেবারেই সহজ কাজ নয়, ক্যাপ্টেন্সি প্রসঙ্গে ক্রুণাল বলেন, ‘আমি নিজের মতো করে অধিনায়কত্ব করি। কাউকে কপি করা আমার লক্ষ্য নয়।‘ 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement