Advertisement

IPL 2023 KKR vs RCB: KKR টিমে গুরবাজ? প্লে-অফে টিকে থাকতে আজ জিততেই হবে

টানা চার ম্যাচ হারের পর চিন্নাস্মামী স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টানা হারে লিগ টেবিলের তলায় শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আরসিবি (RCB)। ৪টে জয় আর ৩টে হার নিয়ে। আট নম্বর থেকে প্রথম চারে আসতে হলে জিততেই হবে নীতিশ রানাদের (Nitish Rana)। 

কেকেআর দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2023,
  • अपडेटेड 1:57 PM IST
  • দলে আসতে পারেন শার্দূল
  • আরসিবি-র বিরুদ্ধে নামছে কেকেআর

টানা চার ম্যাচ হারের পর চিন্নাস্মামী স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টানা হারে লিগ টেবিলের তলায় শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আরসিবি (RCB)। ৪টে জয় আর ৩টে হার নিয়ে। আট নম্বর থেকে প্রথম চারে আসতে হলে জিততেই হবে নীতিশ রানাদের (Nitish Rana)। 

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। কেকেআর দলে গত ম্যাচে বদল এনেও লাভ হয়নি। ঘরের মাঠে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে। রান খেয়েছেন স্পিনাররাও। সেটাই আরও বড় চিন্তার কারণ কেকেআর-এর কাছে। তাদের খারাপ ফর্ম সত্ত্বেও, কেকেআর-এর কাছে আন্দ্রে রাসেল (Andre Russell) এবং ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) মত কিছু পাওয়ার হিটার রয়েছেন। উভয় দলেই ধারাবাহিকতার অভাব রয়েছে। বিরাট কোহলি (Virat Kohli), ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) এই তিন ব্যাটারই বেশিরভাগ রান করেছেন, অন্যদিকে মহাম্মদ সিরাজ (Mohammed Shiraj) দক্ষতার সঙ্গে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। তবে কেকেআর এর ম্যাচে অধিনায়ক হিসেবেই ফিরতে পারেন ফাফ ডু প্লেসি। পাঁজরের চোটের জন্য দুই ম্যাচে ইম্প্যাক্ট সাব (Impact Substitution) হিসেবে নিজের কাজটা করেছেন কমলা টুপির (Orange Cap) মালিক ফাফ। 

আরও পড়ুন: 'বিরাট' ধাক্কা, কোহলিকে ২৪ লক্ষ টাকা ফাইন করল IPL, কেন?

বেঙ্গালুরুর পিচ ব্যাট করার জন্য দুর্দান্ত। এখানে গড় স্কোর ১৯৩। যদিও অবাক করার মতো বিষয় হল, এই মরশুমে পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। পেসাররা এই স্টেডিয়ামে রাজত্ব করছে, স্পিনাররাও উইকেট পাচ্ছেন। শিশির একটি ভূমিকা পালন করতে পারে, টস জিতে পরে ব্যাট করতেই চাইবেন দুই দলের অধিনায়করা। 

Advertisement

আরও পড়ুন: KKR-এর ঘরের মাঠ, কিন্তু ইডেনে চিত্‍কার 'মাহি..মাহি'

ফাফ ডু প্লেসিস (ক্যাপ্টেন), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ভিশাক বিজয়কুমার এবং ডেভিড উইলি।


রহমানউল্লাহ গুরবাজ, এন জগদীসান, নীতীশ রানা (ক্যাপ্টেন), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইজ, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব এবং লকি ফার্গুসন।

ইমপ্যাক্ট প্লেয়ার অথবা প্রথম একাদশে থাকার মতো আরও চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন এই দলে। তাঁরা হলেন সুয়শ শর্মা (Suyash Sharma), ডেভিড উইজ (David Wiese), বৈভব আরোরা (Vaibhav Arora) এবং রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। সবমিলিয়ে এই ম্যাচ যে জমজমাট হতে চলেছে, সেই কথা আর বলার অপেক্ষা রাখে না। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement