Advertisement

IPL 2023 KKR vs SRH: 'তেলুগু নায়ক আল্লুর সঙ্গে কলকাতার বিরিয়ানিকে মেলাল KKR, কটাক্ষ নিজামের শহরকে

হায়দরাবাদের বিরিয়ানি (Hyderabad Biriyani)  গোটা দেশে বিখ্যাত। তবে সেই বিরিয়ানিতে আলু থাকে না। তবে কলকাতার বিরিয়ানিতে (Kolkata Biriyani) আলু থাকবেই। তেলেগু চলচ্চিত্রে আবার আল্লু অর্জুন দাপিয়ে অভিনয় করছেন। তেলেগু ছবিতে আল্লু অর্জুনের (Allu Arjun) অভিনয়ের ফ্যান হয়ে গিয়েছেন গোটা দেশের মানুষ। এবার বিরিয়ানির আলুর সঙ্গে আল্লু অর্জুনের তুলনা করে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) খোঁচা মারল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার ইডেনের ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় বিরিয়ানির ছবি পোস্ট করে কেকেআর। দুই দলই শেষ ম্যাচ জিতে আজ মাঠে নামছে। 

আল্লু অর্জুন ও বিরিয়ানিআল্লু অর্জুন ও বিরিয়ানি
Aajtak Bangla
  • 14 Apr 2023,
  • अपडेटेड 4:23 PM IST
  • শুক্রবার ম্যাচ কেকেআর ও এসআরএইচ-এর
  • বিরিয়ানি নিয়ে কটাক্ষ কেকেআর-এর

হায়দরাবাদের বিরিয়ানি (Hyderabad Biriyani)  গোটা দেশে বিখ্যাত। তবে সেই বিরিয়ানিতে আলু থাকে না। তবে কলকাতার বিরিয়ানিতে (Kolkata Biriyani) আলু থাকবেই। তেলেগু চলচ্চিত্রে আবার আল্লু অর্জুন দাপিয়ে অভিনয় করছেন। তেলেগু ছবিতে আল্লু অর্জুনের (Allu Arjun) অভিনয়ের ফ্যান হয়ে গিয়েছেন গোটা দেশের মানুষ। এবার বিরিয়ানির আলুর সঙ্গে আল্লু অর্জুনের তুলনা করে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) খোঁচা মারল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার ইডেনের ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় বিরিয়ানির ছবি পোস্ট করে কেকেআর। দুই দলই শেষ ম্যাচ জিতে আজ মাঠে নামছে। 

কেকেআর এইমুহূর্তে রয়েছে লিগ টেবিলের চার নম্বরে। কিন্তু হায়দরাবাদ অনেকটাই পিছিয়ে, তারা রয়েছে নবম স্থানে। এই টি-২০ (T-20) ক্রিকেটের মেগা লিগে, প্রথম দুটি ম্যাচ হারলেও শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে লড়াইতে ফেরে সানরাইজার্স। অসাধারণ ইনিংস উপহার দেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi), খেলেন ৪৮ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস। অন্যদিকে, পিছিয়ে নেই নাইটরাও। শেষ দুটি ম্যাচেই বড় রান করেছে কলকাতা। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ২০৪ রান তোলে নাইট ব্রিগেড। 

আরও পড়ুন

দুর্দান্ত ইনিংস উপহার দেন রাহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaj), রিঙ্কু সিং (Rinku Singh) এবং শার্দূল ঠাকুর (Shardul Thakur)। বিশেষত, শার্দূলের ২৯ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই বড় স্কোর করতে সক্ষম হয় কলকাতা। আর আগের ম্যাচে, গুজরাত টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস উপহার দেন রিঙ্কু সিং। শেষ ম্যাচে তাঁর ২১ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস এবং পাঁচ বলে পাঁচটি ছক্কা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়েন কলকাতার রিঙ্কু। সেইসঙ্গে ফর্মে আছেন ভেঙ্কটশ আইয়ারও (Venktesh Iyer)। ফলে যতই সময় এগোচ্ছে, ততই ব্যাটিং শক্তিশালী হচ্ছে নাইটদের। 

Advertisement

তবে শেষ দুই ম্যাচে জয়ের পর, টিম ম্যানেজমেন্ট আদৌ এই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে কিনা সেটিও দেখার বিষয়। ম্যাচ শুরু সন্ধে ৭.৩০ মিনিটে। 

কেমন হতে পারে কেকআর-এর সম্ভাব্য প্রথম একাদশ?     

নারায়ণ জগদীশন (Narayan Jagdeesan), রাহমানউল্লাহ গুরবাজ-উইকেটরক্ষক (Rahmanullah Gurbaj), নীতিশ রানা-অধিনায়ক (Nitish Rana), ভেঙ্কটেশ আইয়ার (Venktesh Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল (Andre Russel), সুনীল নারিন (Sunil Narine), শার্দূল ঠাকুর (Shardul Thakur), উমেশ যাদব (Umesh Yadav), লকি ফার্গুসন (Lockie Ferguson), সুইয়াশ শর্মা (Suyash Sharma)। তবে জেসন রয় এবং লিটন দাসেরও প্রথম একাদশে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

 

Read more!
Advertisement
Advertisement