Advertisement

IPL 2023 Mini Auction: নিলামে ওপার বাংলার দুই ক্রিকেটার এপারে, কাদের নিল KKR?

IPL 2023 Mini Auction: বাংলাদেশের (Bangladesh) কোনও ক্রিকেটারই এবারের আইপিএল-এ (IPL) দল পেলেন না। তবে এখনও সুযোগ রয়েছে। গোটা বিশ্বের নজর রয়েছে আইপিএল-এর মিনি নিলাম। তবে শিকে ছিঁড়ল না সাকিব আল হাসান (Shakib Al Hasan), লিটন দাস (Liton Das), তাস্কিন আহমেদদের (Taskin Ahmed)।

কেকেআর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2022,
  • अपडेटेड 9:46 PM IST
  • দল পেলেন ২ ক্রিকেটার
  • কেকেআর-এ লিটন-সাকিব

বাংলাদেশের (Bangladesh) আফিফ, তাস্কিনরা দল পেলেন না। তবে শিকে ছিঁড়ল লিটন ও সাকিবের। দুই ক্রিকেটার ছাড়া আর কোনও ক্রিকেটারই এবারের আইপিএল-এ (IPL) দল পেলেন না। গোটা বিশ্বের নজর রয়েছে আইপিএল-এর মিনি নিলাম। কলকাতা নাইট রাইডার্স বিল  সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসকে(Liton Das)। তবে তাস্কিন আহমেদদের (Taskin Ahmed) ও আফিফ হোসেনের (Afif Hossain) জন্য বিড করেনি কোনও দল। ৪০৫ জন ক্রিকেটারদের নিলাম হয় শুক্রবার। 

১০টি দলকে ৮৭টি স্লট পূরণ করতে হবে। যার মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের চার ক্রিকেটারের মধ্যে সাকিব ছাড়া কোনও ক্রিকেটারেরই আইপিএল-এ খেলার অভিজ্ঞতা নেই। যদিও প্রথমিক তালিকায় ৬ জন বাংলাদেশি ক্রিকেটার থাকলেও শেষ মুহূর্তে দুই ক্রিকেটার বাদ পড়েন। তাঁরা হলেন নাসুদ আহমেদ ও শরিফুল ইসলাম। 

সাকিব আল হাসান

কেন সাকিবকে প্রথমে নিল না কোনও দল?
গোটা আইপিএল খেলতে পারবেন না সাকিব। সেটাই মূল কারণ। তবে শুধু সাকিব নন, বাংলাদেশের চার ক্রিকেটারই পুরো আইপিএল খেলতে পারবেন না। টি২০ ফরম্যাটেও খুব ভাল ছন্দে নেই বাংলাদেশ দল। মূলত এই দুই কারণে বাংলাদেশ ক্রিকেটারদের জন্য ঝাঁপায়নি কোনও দল। ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল সাকিবের। সেই দামেই তাঁকেই নিল কলকাতা। ২০১১, ২০১৭ ও ২০২১-এর আইপিএল-এ খেলেছিলেন সাকিব। ২০০৯ ও ২০১০ সালে অবিক্রীত থাকলেন বাঁ হাতি অলরাউন্ডার। এখনও পর্যন্ত আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। মোট ৭৯৩ রান করেছেন। উইকেট নিয়েছেন ৬৩টি। তাঁর সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট। 

আরও পড়ুন: মাত্র ৯০ লক্ষ টাকায় চেন্নাইয়ের থেকে বিধ্বংসী ব্যাটারকে ছিনিয়ে নিল KKR

৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাসকিনের। তাঁকেও নেয়নি কোনও দল। ১০টি ফ্র্যাঞ্চেইজি মোট ১৭৮.৩ কোটি টাকা ব্যয় করতে পারবে। ৫০ লক্ষ টাকায় লিটনকে দলে নিয়েছিল কল্কাতা। এটাই তাঁর বেস প্রাইস ছিল।  

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement