Advertisement

IPL 2023 Mini Auction: KKR-এর হাতে সবচেয়ে কম টাকা, কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে?

হাতে মাত্র সাত কোটি ৫ লক্ষ টাকা। তাই নিয়েই এবারের মিনি নিলামে (IPL Mini Auction 2023) বসতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিত ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন। তবে আইপিএল (IPL) একেবারে আলাদা। নিলামে ভাল দল গড়তে না পারলে পিছিয়ে পড়তে হবে। কিন্তু এত কম টাকায় কীভাবে দল গড়বে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল?

কেকেআর দল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Dec 2022,
  • अपडेटेड 11:24 AM IST
  • আজ আইপিএল-এর মিনি নিলাম
  • সবচেয়ে কম টাকা রয়েছে কেকেআর-এর কাছে

হাতে মাত্র সাত কোটি ৫ লক্ষ টাকা। তাই নিয়েই এবারের মিনি নিলামে (IPL Mini Auction 2023) বসতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিত ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন। তবে আইপিএল (IPL) একেবারে আলাদা। নিলামে ভাল দল গড়তে না পারলে পিছিয়ে পড়তে হবে। কিন্তু এত কম টাকায় কীভাবে দল গড়বে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল?

এখনও ১১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা। তবে এখন অন্তত ৬ ক্রিকেটারকে সই করাতেই হবে তাদের। যার মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটারও থাকতে পারেন। অথচ ১০টি দলের মধ্যে সবচেয়ে কম টাকা রয়েছে তাদের কাছে। এর মধ্যে কাদের টার্গেট করতে পারে কলকাতা তা নিয়েই চলছে আলোচনা। তবে এই টাকায় ১১ জন ক্রিকেটারকে সই করান যে কঠিন তা মানছেন সকলেই।

আরও পড়ুন: IPL 2023 নিলামে বাংলার ক্রিকেটারদের ভাগ্যে শিকে ছিঁড়বে? তালিকায় ১১ জন

উইকেট কিপার দরকার কলকাতার

দলে এখনও অবধি মাত্র একজন উইকেকিপার রয়েছেন। রহমনুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। তিনিও আবার বিদেশি। তবে আইপিএল-এর মত টুর্নামেন্টে একজন কিপার দিয়ে কাজ চালানো যায় না। তাই টম ব্যান্টন, নিকোলাস পুরান ও ফিল সল্টের মত ক্রিকেটাররা থাকলেও ভারতীয় উইকেট কিপারদের দিকে নজর রাখতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এই তালিকায় থাকতে পারেন শ্রীকর ভরত, অগ্নিভ পান, রিকি ভুঁই, অভিজিত তোমাররা।

ওপেনার হিসেবে কাদের নিতে পারে কেকেআর
ওপেনিং-এও একই সমস্যা। ভেঙ্কটেশ আইয়ার ওপেন করবেন এটা মোটামুটি নিশ্চিত। তবে তাঁর সঙ্গে কে নামবেন? গুরবাজ ওপেন করতে পারেন, তবে আরও একটা বিকল্প থাকলে সুবিধা হবে দলের। বিদেশীদের মধ্যে অনেকেই এই জায়গায় আসতে পারেন। কেন উইলিয়ামসন, ক্যামেরন গ্রিন, ক্রিস লিনদের টার্গেট করা হতে পারে। তবে, টাকার কথা চিন্তা করে মায়াঙ্ক আগারওয়ালকেও দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কলকাতা।

Advertisement

ডেথ বোলার দরকার কলকাতার

ডেথ বোলিং টি২০ ক্রিকেটে দারুণ গুরুত্বপূর্ণ। তবে কলকাতার কাছে, ডেথ বোলার সে ভাবে কেউই নেই। আন্দ্রে রাসেলের ওপর ভর  করে গোটা আইপিএল খেলা যায় না। সেক্ষেত্রে ক্রিস জর্ডন, রিচি টপলেকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement