এবারের আইপিএল-এ (IPL 2023) দারুণ ছন্দে মহম্মদ শামি (Mohammmed Shami)। গরমের মধ্যেই শুকনো উইকেটে স্যুইং করছেন শামি। কিন্তু খুশি নন বাংলার তারকা পেসার। উইকেট নিলেও গুজরাতি খাবার ভালোভাবে খেতেই পারছেন না ফাস্ট বোলার।
শামির পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri)। সোমবার গুজরাত টাইটান্স (Gujarart Titans) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পর শামিকে খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন করেন। রবি শাস্ত্রী প্রশ্ন করেন, ‘কী খাও তুমি?’ উত্তরে শামি বলেন, ‘এখন গুজরাতে রয়েছি। এখানে আমার পছন্দের খাবার পাওয়া যায় না।’ এ কথা বলেই হেসে ফেলেন শামি। হাসেন শাস্ত্রীও। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (World Test Championship Final) আগে শামির এই পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও। হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট নিয়ে গুজরাতের জয়ে বড় ভূমিকা নেন শামি। এই ম্যাচ জেতায় প্লে অফ নিশ্চিত করে ফেলে গতবারের চ্যাম্পিয়নরা।
আইপিএল-এ কীভাবে প্রায় সমস্ত ম্যাচে সফল হচ্ছেন শামি? এই প্রশ্নই করেন রবি শাস্ত্রী। শামি বলেন, ‘চেষ্টা করছি বলটা সঠিক জায়গায় রাখতে। লাইনে বল রাখার চেষ্টা করছি। নতুন বল ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। নিজের শক্তি বুঝে সেটা ব্যবহার করার চেষ্টা করছি। নতুন বলে একই লাইনে বল করার চেষ্টা করে গিয়েছি। আর তাতেই সাফল্য আসছে।‘
তবে শুধু নিজেই সমস্ত কৃতিত্ব নিতে নারাজ শামি। সতীর্থদের সাহায্য ছাড়া, এই সাফল্য পাওয়া সম্ভব হত না বলেই মত ভারতীয় দলের ফাস্ট বোলারের। তিনি বলেন, ‘মাঝের ওভার গুলোয় দারুণ বল করেছে মোহিত শর্মা (Mohit Sharma)। রশিদ খান (Rashid Khan) এবং নুর আহমেদের কথাও বলব। সবাই ভাল বল করায় সুবিধা হয়েছে।’
সোমবারের ম্যাচে, ২১ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন শামি। এবারের আইপিএল-এ পার্পেল ক্যাপের লড়াইয়ে শীর্ষে শামি। সতীর্থ রশিদ খানের সঙ্গেই তাঁর লড়াই চলছে। দুই বোলারই ১৩ ম্যাচে ২৩টি করে উইকেট তুলেছেন। এখন দেখার, শেষ অবধি কে কাকে টেক্কা দিতে পারেন।