Advertisement

IPL 2023 Bhojpuri Commentary: ''কিল্লা উখড় গেলা', IPL-এ ভোজপুরি কমেন্ট্রিতে মজে ক্রিকেটপ্রেমীরা

শুক্রবারই শুরু হয়েছে আইপিএল (IPL 2023)। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সেই লড়াই ছাপিয়েও আলোচনায় এখন ভোজপুরি কমেন্ট্রি (Bhojpuri Commentary IPL)। এই ধারাভাষ্য শুনে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এখন এই সংক্রান্ত নানা মিম ভাইরাল হয়েছে। 

ভোজপুরি ধারাভাষ্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2023,
  • अपडेटेड 10:25 PM IST
  • ভোজপুরি ধারাভাষ্যে মজে দর্শকরা
  • ভাইরাল ভিডিও

শুক্রবারই শুরু হয়েছে আইপিএল (IPL 2023)। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সেই লড়াই ছাপিয়েও আলোচনায় এখন ভোজপুরি কমেন্ট্রি (Bhojpuri Commentary IPL)। এই ধারাভাষ্য শুনে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এখন এই সংক্রান্ত নানা মিম ভাইরাল হয়েছে। 

এবার আইপিএলের লাইভ স্ট্রিমিং দারুণ উপভোগ করছেন ফ্যানরা। এবার ১২ টি ভাষায় সম্প্রচার করছে জিও সিনেমা (JIO Cinema)। ইংরেজি ও হিন্দি ছাড়াও, বাংলা, মারাঠি, গুজরাতি, ভোজপুরি, ওড়িয়া, কন্নড়, তেলুগু, মালায়ালম এবং তামিল ভাষায় ধারাভাষ্য শোনা যাচ্ছে। তবে সব ভাষার ধারাভাষ্যকে ছাপিয়ে গিয়েছে ভোজপুরি। আইপিএলের প্রথম ম্যাচেই সুপারহিট এই ধারাভাষ্য। বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষানরা যেভাবে খেলার বিভিন্ন মুহূর্তের ব্যাখ্যা করেছেন, তাতে হাসি থামাতেই পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত মিম ভাইরাল হয়ে গিয়েছে। রীতিমত ট্রেন্ডিং ভোজপুরী এই ধারাভাষ্য।

ম্যাচের একটা সময় ধারাভাষ্যকার বলেন, 'বাপ রে! কিল্লা উখড় গেলা (বাপ রে! স্টাম্প ছিটকে গিয়েছে)।’ নেটিজেনদের একজন লেখেন, ‘এভাবেই একটি ম্যাচের শেষ হওয়ার সময় ধারাভাষ্য করতে হয়। এই বছরের আইপিএলের চ্যাম্পিয়ন হল ভোজপুরি ধারাভাষ্য।’    

এক নেটিজেন আবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সিনেমার ছবি পোস্ট করে লেখেন, 'বিসিসিআই (BCCI) যদি ভোজপুরি ধারাভাষ্য চালিয়ে যায়, তাহলে এমনই হাল হবে আকাশ চোপড়ার।' সেই ছবিতে বলিউডের শাহেনশাকে কোল্ড ড্রিঙ্কস এবং চা দিতে দেখা গিয়েছে। অপর এক নেটিজেনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একজন রাজার মতো কুর্সিতে বসে রয়েছেন। শুধু তাই নয়, আদতে তাঁকেই আইপিএলের ভোজপুরি ধারাভাষ্য বলা হয়েছে।

Advertisement

জিও সিনেমার পক্ষ থেকেও একটি ভিডিও ট্যুইটারে পোস্ট করা হয়েছে। সেই ভিডিও দেখেও হাসতে শুরু করেছেন ক্রিকেট ফ্যানরা। সেই পোস্টে জিও সিনেমার পক্ষ থেকে লেখা হয়েছে, 'গুজরাত বা চেন্নাই যে দলই আজকের ম্যাচ জিতুক, আসল বিজয়ী আমাদের ভোজপুরি কমেন্টেটররা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement