Advertisement

IPL 2023: দুর্ব্যবহারে কড়া শাস্তি-টসের পর দল ঘোষণা, IPL 2023-এ কী কী নতুন?

২০১৯ সালের পর প্রথমবার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল (IPL)। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। কোটি টাকার এই টুর্নামেন্টকে আরও আধুনিক করতে নতুন নিয়ম চালু করেছে বোর্ড (BCCI)। যা যা নিয়ম নতুন আনা হচ্ছে তা ক্রিকেটের ইতিহাসে আগে কখনও হয়নি। কী কী নতুন নিয়ম আনা হয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক :

আইপিএলআইপিএল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Mar 2023,
  • अपडेटेड 10:39 AM IST
  • নতুন নিয়ম IPL-এ
  • টসের পর দল ঘোষণা

২০১৯ সালের পর প্রথমবার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল (IPL 2023)। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। কোটি টাকার এই টুর্নামেন্টকে আরও আধুনিক করতে নতুন নিয়ম চালু করেছে বোর্ড (BCCI)। যা যা নিয়ম নতুন আনা হচ্ছে তা ক্রিকেটের ইতিহাসে আগে কখনও হয়নি। কী কী নতুন নিয়ম আনা হয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক :

টসের পরেও দলে বদল 
টসের পরেও প্লেয়িং ইলেভেনে পরিবর্তন আনতে পারবেন দলের অধিনায়ক। অর্থাৎ টস জেতা বা হারার পর ঘোষণা করতে পারবেন কোন এগারো জন ক্রিকেটার খেলবেন ওই ম্যাচে। এর আগে কখনও এমনটা দেখা যায়নি। সাধারণভাবে টসের আগেই ক্রিকেটারদের নাম জানিয়ে দিতে হয়। তবে এবার টসের ফল অনুযায়ী দলে পরিবর্তন আনা যাবে।

আরও পড়ুন

পেনাল্টি হতে পারে 
উইকেটকিপার এবং ফিল্ডার দুর্ব্যবহার করলে পেনাল্টি হিসেবে পাঁচ রান দেওয়া হবে। এছাড়াও ওই ডেলিভারিকে ডেড বল হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ পাঁচ রান পাওয়ার পর ব্যাটার আরও একটা বল খেলার সুযোগ পাবেন।
 

ইম্প্যাক্ট ক্রিকেটার
সমস্ত দলই শুরুতে ১৫ জন ক্রিকেটারের নামের তালিকা তৈরি করবে। যেখানে ৪ জন বিকল্পের মধ্যে ১জন ইমপ্যাক্ট ক্রিকেটার থাকতে পারেন। চার জনের মধ্যে থেকে অধিনায়ক যে কোনও একজনকে বেছে ইম্প্যাক্ট ক্রিকেটার করতে পারেন। 
 

ফিল্ডিং নিয়মেও পরিবর্তন  
প্রতি ওভারে নির্ধারিত সময়ের জন্য ৩০ গজের বাইরে থাকতে পারবেন ৪ জন করে ফিল্ডার। এই নিয়মও এর আগে ছিল না।

ক্রিকেটের ইতিহাসে টসের পর দলের প্রথম একাদশে বদল আনার নিয়ম প্রথম কোনও বোর্ড চালু করতে চলেছে। আসলে ম্যাচের শুরু থেকে শেষ অবধি যাতে ম্যাচে টানটান উত্তেজনা থাকে, সেই জন্যই এমন নিয়ম করেছে বিসিসিআই। টসে জেতা বা হারা দিয়ে অনেক সময়ই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বিসিসিআই জানিয়েছে, ক্রিকেটে টসে জেতা ও হারার ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এবার থেকে প্রত্যেকটি দল সুযোগ পাবে টসের পর ক্রিকেটার পরিবর্তন করার। এতদিন পর্যন্ত দুই দলের অধিনায়ককে টসে আসার সময় নিজেদের চূড়ান্ত একাদশের নাম ঘোষণা করতে হত। তবে আইপিএলের ক্ষেত্রে আর সেই নিয়ম থাকছে না, পাল্টে যাচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টসের ফলাফল দেখে প্লেয়িং ইলেভেন বাছাই করে ঘোষণা করার নিয়ম বড়সড় প্রভাব ফেলতে পারে আইপিএলের প্রত্যেকটি ম্যাচের ক্ষেত্রে।  

Advertisement

অন্যদিকে, সম্ভবত এবারই শেষ আইপিএল (IPL) হতে চলেছে সিএসকে (CSK) ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)। চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক হিসেবে দলকে ৪টি আইপিএল ট্রফি এনে দিয়েছেন মাহি। গত বছর জাদেজার হাতে অধিনায়কত্ব ছেড়েও দিয়েছিলেন তিনি। তবে দলের খারাপ পারফরম্যান্সের জেরে ফের মাঝপথে অধিনায়ক হিসেবে ফিরে এসেছিলেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন সব ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন তিনি। আইপিএল থেকে অবসর নেওয়া হয়ে গেলে, ক্রিকেটার হিসেবে ক্যাপ্টেন কুলের পেশাদার কেরিয়ার শেষ হবে।  

Read more!
Advertisement
Advertisement