Advertisement

IPL 2023 Opining Ceremony: অরিজিৎ সিংয়ের কনসার্ট? IPL-এর মেগা উদ্বোধনের প্রহর গোনা শুরু

শুরু হচ্ছে আইপিএল (IPL 2023)। আগামী শুক্রবার ঢাকে কাঠি পড়তে চলেছে এই কুড়ি বিশের ক্রিকেট লিগের। আর তারই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।  

রস্মিকা মন্ধনা, অরিজিৎ সিং ও ক্যাটরিনা কাইফরস্মিকা মন্ধনা, অরিজিৎ সিং ও ক্যাটরিনা কাইফ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2023,
  • अपडेटेड 11:26 PM IST
  • আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট
  • গান গাইবেন অরিজিৎ সিং

শুরু হচ্ছে আইপিএল (IPL 2023)। আগামী শুক্রবার ঢাকে কাঠি পড়তে চলেছে এই কুড়ি বিশের ক্রিকেট লিগের। আর তারই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।  

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেটের (T20 Cricket) মেগা টুর্নামেন্ট আইপিএল (IPL)। দামামা ইতিমধ্যেই বেজে গেছে এই বাইশ গজের যুদ্ধের। আর এই প্রতিযোগিতার উদ্বোধনেও থাকছে গ্ল্যামার জগতের (Glamour world) ছোঁয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Cricket Stadium), প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটানস (Gujrat Titans) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। 

প্রতি বছরই আইপিএলের শুরুতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনের আয়োজন করে টুর্নামেন্ট কমিটি (Tournament Committee)। যদিও করোনা (Covid-19) আবহের কারণে, বেশ কয়েকবছর উদ্বোধনী অনুষ্ঠান থেকে বঞ্চিত ছিল আইপিএল। কিন্তু এইবছর করোনা কাটিয়ে আবার আইপিএল ফিরছে স্বমহিমায় এবং সেটিও হোম-অ্যাওয়ে ফরম্যাটে (Home-Away format)। সেই মোতাবেক টুর্নামেন্টেও ফিরতে চলেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান (opening ceremony)। 

আরও পড়ুন

কয়েকদিন আগে উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কিয়ারা আদবানি (Kiara Advani), কৃতি শ্যানন (Kriti Sanon) এবং এপি ঢিলন (A.P Dhillon)। নাচে-গানে তাদের সাথে তাল মিলিয়েছিল গোটা স্টেডিয়াম। আর এবার পালা আইপিএলের (IPL 2023)। যদিও আইপিএলের ইতিহাসে এর আগে পারফর্ম করে গেছেন ঋত্তিক রোশন (Hrithik Roshan), বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং জ্যাকলিন ফারনান্দেজ (Jacqueline Fernandez) সহ আরও অনেকেই। এমনকি পপ তারকা (Pop star) পিটবুলও (Pitbull) মঞ্চ মাতিয়ে গেছেন। দশ দলের এই মেগা লিগ ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। কোমর বাঁধছেন দলের সমর্থকরা। চার-ছক্কার ফুলঝুড়ি দেখতে তৈরি হচ্ছেন ক্রিকেট ফ্যানরা। তবে তার আগে থাকছে এক দুর্দান্ত “ওপেনিং সেরিমনি” 

Advertisement

শোনা যাচ্ছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে পারেন দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। তরুণ প্রজন্মের কাছে অরিজিৎ সিং বরাবরই ভীষণ প্রিয় একজন মানুষ। যার সুরের মূর্ছনায় মেতে ওঠেন সবাই। এবার সেই ফ্লেভারকেই আইপিএলের মতো বড় ব্র্যান্ডের (Big brand) সঙ্গে জুড়তে চাইছেন কর্তৃপক্ষ। এছাড়াও উপস্থিত থাকতে চলেছেন অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff), অভিনেত্রী রাশ্মিকা মান্ধানা (Rashmika Mandanna), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং তামান্না ভাটিয়া (Tamanna Bhatiya)। 

সুতরাং বোঝাই যাচ্ছে যে, আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আর সেই আইপিএলকে কেন্দ্র করেই একাধিক পরিকল্পনা। বাইশ গজের যুদ্ধে ঝড় তুলবেন ব্যাটসম্যান (Batsman) ও বোলাররা (Bowler)। ব্যাট এবং বলের টক্কর শুরুর একেবারে প্রাকমুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানেও থাকতে চলেছে একাধিক চমক। সেই সূত্রেই গ্ল্যামার জগতের একাধিক স্টার আসতে চলেছেন আইপিএলের উদ্বোধনী মঞ্চে। 

Read more!
Advertisement
Advertisement