Advertisement

IPL 2023 Rinku Singh: জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন KKR তারকা রিঙ্কু, বললেন...

গতকাল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে ম্যাাচ হেরে আইপিএল-এর (IPL 2023) অভিযান শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যারচে ক্রুণাল পান্ডিয়াদের (Krunal Pandya) কাছে ১ রানে হারে কলকাতা। যদিও নাইটদের হয়ে একা লড়াই চালান রিঙ্কু সিং (Rinku Singh)। শেষ অবধি ৬৭ রানে অপরাজিত তিনি। 

রিঙ্কু সিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 May 2023,
  • अपडेटेड 1:52 PM IST

গতকাল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে ম্যাাচ হেরে আইপিএল-এর (IPL 2023) অভিযান শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যারচে ক্রুণাল পান্ডিয়াদের (Krunal Pandya) কাছে ১ রানে হারে কলকাতা। যদিও নাইটদের হয়ে একা লড়াই চালান রিঙ্কু সিং (Rinku Singh)। শেষ অবধি ৬৭ রানে অপরাজিত তিনি। 

লখনউ ম্যাচ জিতলেও গোটা দেশের হৃদয় জিতে নিয়েছেন রিঙ্কু। অনেকেই দাবি করছেন, দ্রুত রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ দেওয়া হোক। শুধু সমর্থকরা নয়, কিছু প্রাক্তন ক্রিকেটারও রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ রিঙ্কু। বরং মন দিয়ে নিজের খেলা খেলে যেতে চান তিনি। মূলত তাঁর সৌজন্যেই মাত্র ১ রানে হারতে হয় কেকেআর-কে। প্লে অফেও পৌঁছতে পারেনি কলকাতা। ম্যাচের শেষে তাই হতাশা ঝড়ে পড়েছে রিঙ্কুর গলায়। ম্যা চে শেষে রিঙ্কু বলেন, ‘এরকম একটি মরশুম গেলে খুবই ভালো লাগে। জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না, যেভাবে কাজ করে এসেছি সেভাবেই কাজ করব।‘ 

আরও পড়ুন: 'কোহলি কোহলি' স্লোগান, KKR সমর্থকদের এইভাবে চুপ করালেন নবীন
 

চলতি আইপিএলে চারটি অর্ধশতরান ও প্রায় ১৫০ এর স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। আর এই পারফরম্যান্সের জেরে আলাদা পরিচিতিও পেয়েছেন রিঙ্কু। তাঁর এই পারফরম্যান্সের জন্য রিঙ্কুর পরিবারের সদস্যরা যদিও দারুন খুশি। রিঙ্কু বলেন, ‘পরিবারের সবাই খুব খুশি। গত বছর থেকে লোকে আমায় চিনেছে, কিন্তু ৫টি ছক্কা মারার পর থেকে অনেক সম্মান পাচ্ছি।‘ 

আরও পড়ুন: অবাককাণ্ড! আউট হয়েছিলেন ডি'কক, আপিলই করল না KKR

আইপিএল থেকে দল ছিটকে গিয়েছে। ম্যারচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে রিঙ্কু বলেন, ’আমাদের দল খুব ভালো খেলেছে এই মরশুমে। তবে প্রতিটা বিভাগে আমরা কিছু ভুল করেছি আর ক্ষণিকের দুর্ভাগ্যের জন্য আমরা প্লে-অফে উঠতে পারলাম না।‘
শেষ ম্যাচে হারের ফলে, ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে এবারের আইপিএল অভিযান শেষ করল কেকেআর। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement