চলতি মরশুমে, গত বেশ কয়েকটি ম্যাচেই তিনি ভালো ফর্মে রয়েছেন। শেষ পাঁচটি ম্যাচে, তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছেন এই ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। সর্বমোট ১১টি ম্যাচে, তাঁর ব্যাটিং গড় ৩৪.১৮। সেইসঙ্গে, সংগ্রহে ৩৭৬ রান এবং স্ট্রাইকরেট ১৮৬.১৪। বলা যেতে পারে, অনবদ্য পরিসংখ্যান। আর বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচেও, আবার নিজের জাত চেনালেন সূর্যকুমার যাদব। তিনি এমন সময়ে ব্যাটিং করতে আসেন, যখন একই ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে মুম্বই। রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঈশান কিশান (Ishan Kishan), উভয়ের উইকেট হারিয়ে রীতিমতো বিপাকে পড়ে যায় তাঁরা। সেইখান থেকেই হাল ধরেন যাদব।
নেহাল ওয়াধেরার (Nehal Wadhera) সঙ্গে জুটি বাঁধেন তিনি এবং ২১ বল ও ৬ উইকেট বাকি থাকতেই ২০০ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুম্বই। আর সূর্যকুমার যাদবের এই অসাধারণ ইনিংস নিয়ে, এবার প্রশংসা শোনা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও। সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘সূর্যকুমার যাদব বিশ্বের সেরা টি-টোয়েন্টি (T-20) খেলোয়াড়। মনে হচ্ছে তিনি কম্পিউটারে ব্যাট করছেন।‘ অন্যদিকে, এই ম্যাচ জয়ের পর সূর্যকুমার যাদব জানান, তিনি তাঁর পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেন। যার ফলে, খেলায় বিশাল কিছু পরিবর্তন করেননি।
সূর্যকুমার বলছেন, ‘আপনি ম্যাচে যা করে দেখাতে চান, আপনার অনুশীলনও সেই অনুযায়ীই হতে হবে। আমি জানি যে, আমি কোথায় রান পেতে পারি। আমাদের ওপেন নেট সেশন রয়েছে। আমি আমার নিজের খেলাটা জানি, তাই আলাদা কিছু করি না।‘
সবমিলিয়ে তাঁর এই অনবদ্য ইনিংস ঘিরে, ইতিমধ্যেই ক্রিকেটমহলে বেশ ভালোরকম চর্চা শুরু হয়েছে। যদিও এই মরশুমে শুরুটা একেবারেই ভালো করতে পারেননি সূর্যকুমার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড বাই ক্রিকেটাদের তালিকায় নাম রয়েছে তাঁর। সূর্যকুমার যদি আইপিএল-এর শেষদিকে নিজেকে মেলে ধরতে পারেন, তবে আখেরে লাভ হবে মুম্বই দলের।