Advertisement

IPL 2023 SRH vs LSG : হায়দরাবাদে IPL ম্যাচে গ্যালারি থেকে বোতল, বন্ধ হল খেলা

আইপিএল-এর (IPL 2023) মাঝেই মাঠে বোতল ছোড়ার অভিযোগ। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হল ম্যাচ। শেষ পর্যন্ত আম্পায়ারদের মধ্যস্থতায় ফের চালু হয় ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়েন্টস ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওঠেন সমর্থকরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, বোতল ছোড়ার। এর জেরে মিনিট পাঁচেক বন্ধ থাকে ম্যাচ। 

বোতল ছুড়লেন দর্শকরা বোতল ছুড়লেন দর্শকরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2023,
  • अपडेटेड 6:35 PM IST
  • গ্যালারি থেকে উড়ে এল বোতল
  • সাময়িক বন্ধ ছিল ম্যাচ

আইপিএল-এর (IPL 2023) মাঝেই মাঠে বোতল ছোড়ার অভিযোগ। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হল ম্যাচ। শেষ পর্যন্ত আম্পায়ারদের মধ্যস্থতায় ফের চালু হয় ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়েন্টস ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওঠেন সমর্থকরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, বোতল ছোড়ার। এর জেরে মিনিট পাঁচেক বন্ধ থাকে ম্যাচ। 


হায়দরাবাদের ইনিংসের ১৯তম ওভার চলাকালীন আবেশ খান বল করছিলেন। সেই ওভারের তৃতীয় বলে ব্যাট করছিলেন আব্দুল সামাদ। আবেশ কোমর সমান উচ্চতায় ফুলটস বল করেন আব্দুলকে।  মাঠে থাকা আম্পায়ার ‘নো বল’ ডাকেননি। হায়দরাবাদ সঙ্গে সঙ্গে ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেয়। রিপ্লেতেও দেখা যায় আবেশের বল কোমরের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু তৃতীয় আম্পায়ারও ‘নো বল’ দেননি। আর তাতেই রেগে যান হায়দরাবাদের ব্যাটার হেনরিখ ক্লাসেন। মাঠে থাকা আম্পায়ারের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি। এর জেরে ক্ষিপ্ত হয়ে পড়েন দর্শকদের একাংশও। কিছু ক্ষণ পরে লখনউয়ের ডাগআউটের দিকে কয়েকটি বোতল এসে পড়ে বলে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন

গৌতম গম্ভীর-সহ লখনউয়ের কোচিং স্টাফ ও ডাগ আউটে থাকা ক্রিকেটাররা মাঠের ভিতরে ঢুকে পড়েন। তাঁরা আম্পায়ারদের কিছু একটা বলেন। তবুও ‘নো বল’ না দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না দর্শকরা। সেই কারণেই লখনউয়ের ডাগআউটের দিকে বোতল এবং আরও কিছু জিনিস ছোড়া হয়।

এর মধ্যেই লখনউ সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন, লখনউ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকেও। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা সামলাতে আম্পায়াররা ছুটে যান ডাগ আউটের দিকে। সেই সময় তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলতে দেখা যায় লখনউ কোচকে। লখনউ-এর ওপেনার কুইন্টন ডি ককের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায় হায়দরাবাদের হেনরি ক্লাসেনকে। তাঁরা দুইজনই একই সঙ্গে দর্শকদের শান্ত হওয়ার আবেদন জানান। 

Advertisement

এরপরেই শুরু হয় ম্যাচ। ইনিংস শেষ হওয়ার পর, আম্পায়ারদের পাশাপাশি নিজেদের দলের সমর্থকদের আচরনের সমালোচনা করেছেন ক্লাসেন।  
  
 

Read more!
Advertisement
Advertisement