Advertisement

Sunil Narine: IPL-এর শেষ মুহূর্তে জ্বলে উঠলেন নারিন, আফসোস সমর্থকদের

গোটা আইপিএল-এ (IPL 2023) সেভাবে ফর্মে নেই সুনীল নারিন (Sunil Narine)। তবে মরশুমের শেষদিকে জ্বলে উঠলেন কেকেআর-এর (Kolkata Knight Riders) মিস্ট্রি স্পিনার। কেকেআর সমর্থকদের আফসোস, সঠিক সময় জ্বলে উঠলে কেকেআর-এর সমস্যা হত না।

নারিন
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 14 May 2023,
  • अपडेटेड 9:42 AM IST

গোটা আইপিএল-এ (IPL 2023) সেভাবে ফর্মে নেই সুনীল নারিন (Sunil Narine)। তবে মরশুমের শেষদিকে জ্বলে উঠলেন কেকেআর-এর (Kolkata Knight Riders) মিস্ট্রি স্পিনার। কেকেআর সমর্থকদের আফসোস, সঠিক সময় জ্বলে উঠলে কেকেআর-এর সমস্যা হত না।

চিপকে চেন্নাই সুপার কিংস টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয়। দারুণ শুরু করে কেকেআর। অম্বাতি রায়ডুকে বোল্ড করেন নারিন। এরপর মইন আলির উইকেটও ছিটকে দেন নারিন। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ঠিক যেন ভিন্টেজ নারিন। ১০টা ডট বল করেছেন যা বলে দেয়, তাঁর বিষাক্ত বোলিং-এ কার্যত ভয় পেয়েছেন মইন আলিরা। যার ফসল তুলেছেন অন্য বোলাররাও। ২ উইকেট তুলে নেন আরেক তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। বৈভব আরোরা ৩০ রানে ১ উইকেট নেন। শার্দূল ঠাকুর ৩ ওভারে ১৫ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।   

আরও পড়ুন: মাত্র ৫৯ রানে অল আউট, RCB-র বিরুদ্ধে লজ্জার হার রাজস্থান রয়্যালসের
দারুণ বোলিং-এর দৌলতে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। শেষদিকে শিভম দুবে ও রবীন্দ্র জাদেজা দারুণ পার্টনারশিপ গড়ে না তুললে, আরও আগে শেষ হয়ে যেতে পারত চেন্নাইয়ের ইনিংস। ৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন শিভম। একটা চার আর তিনটে ছক্কায় সাজানো ইনিংস। অন্যদিকটা ধরে ছিলেন জাদেজা। ২৪ বলে ২০ রানের ইনিংস খেলে শেষ ওভারে আউট হন চেন্নাই অলরাউন্ডার। শুরুর দিকে যদিও ভালো ইনিংস খেলেছেন ডেভন কনওয়ে। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। রাহানে আউট হন ১১ বলে ১৬ রান করে। একেবারে শেষদিকে ধোনি ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন: ব্যর্থতার দায় কার? মুখ খুললেন KKR-এর তারকা ব্যাটার

Advertisement

দলে পরিবর্তন করল কেকেআর
কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লাহ গুরবাজ (উইকেট কিপার), জেসন রয়, নীতীশ রানা (সি), আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুয়শ শর্মা, বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস (প্লেয়িং ইলেভেন): রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেট কিপার/সি), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থেকশানা

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement