Advertisement

IPL 2023: প্লে অফে ওঠা নিশ্চিত না হলেও সিরাজের বাড়িতে বিরিয়ানি খেতে গেলেন বিরাটরা

দলের প্লে অফে যাওয়া এখনও নিশ্চিত নয়। তবুও খোশ মেজাজেই রয়েছেন বিরাটরা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইতিমধ্যেই নিজামের শহরে এসে গিয়েছেন বিরাট-ফাফ ডু প্লেসিরা। মরণ-বাঁচন সেই ম্যাচের আগে সতীর্থ মহম্মদ সিরাজের বাড়িতে গেলেন আরসিবি ক্রিকেটাররা। তাও আবার বিরিয়ানি পার্টি করতে।

সিরাজের বাড়িতে আরসিবি ক্রিকেটাররা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 May 2023,
  • अपडेटेड 8:19 PM IST

দলের প্লে অফে যাওয়া এখনও নিশ্চিত নয়। তবুও খোশ মেজাজেই রয়েছেন বিরাটরা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইতিমধ্যেই নিজামের শহরে এসে গিয়েছেন বিরাট-ফাফ ডু প্লেসিরা। মরণ-বাঁচন সেই ম্যাচের আগে সতীর্থ মহম্মদ সিরাজের বাড়িতে গেলেন আরসিবি ক্রিকেটাররা। তাও আবার বিরিয়ানি পার্টি করতে।

২০১৮ সালেও আইপিএল-এর মাঝে সিরাজের বাড়িতে গিয়েছিলেন ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলিরা। তবে এবার সিরাজের নতুন বাড়িতে অতিথি হয়ে গেলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি তুলে ধরেছে আরসিবি। এবারের আইপিএল থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে এডেন মার্করামের হায়দরাবাদ। তাদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, আরসিবি-কে কিন্তু জিততেই হবে। তাদের ঝুলিতে ১২ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট। তবে এই চিন্তা আপাতত দূরে সরিয়ে রেখে সিরাজের বাড়িতে সোমবার রাতেই বিরিয়ানি পার্টি করলেন বিরাটরা। আসলে সিরাজের নতুন বাড়িতে গৃহপ্রবেশ ছিল। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে পুরো আরসিবি সিরাজের বাড়িতে পৌঁছে গিয়েছিল। 

আরও পড়ুন; 'কেন হঠাৎ ধোনির অটগ্রাফ নিলেন?' আসল কারণ ফাঁস করলেন গাভাস্কার
 

দেদার খাওয়া-দাওয়ার পাশাপাশি সবাই মিলে জমিয়ে আড্ডা দেন ক্রিকেটাররা। হায়দরাবাদের ফিল্ম সিটিতে নতুন বাড়ি কিনেছেন সিরাজ। আর সেই বাড়িতেই এবার এলেন তাঁর আরসিবি-র সদস্যরা। সিরাজের বাড়ির বেশকিছু ছবিও শেয়ার করা হয়েছে আরসিবি-র পক্ষ থেকে। সেই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

আরও পড়ুন: খেতেই পারছেন না পার্পল ক্যাপের দাবিদার শামি, কেন?

বিরাট, ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের পাশাপাশি কোচ সঞ্জয় বাঙ্গার সকলকেই বেশ খোশমেজাজে ছিলেন। এমনকি খাওয়া-দাওয়ার পর সিরাজের পরিবারের সদস্যদের সঙ্গেও ছবি তোলেন ওয়েন পার্নেল-করণ শর্মারা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১১২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে আরসিবি। তবে প্লে-অফে জায়গা করতে হলে শুধু হায়দরাবাদ নয়, গুজরাত টাইটান্সকেও হারাতে হবে। ২১ মে হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে নামবেন বিরাটরা। 

Advertisement
আরসিবি ক্রিকেটাররা


এই মুহূর্তে আরসিবি-র ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তবে ব্যাঙ্গালোরের সমান পয়েন্ট কিন্তু রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসেরও। তবে রাজস্থান ও কলকাতা ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। এদিকে ব্যাঙ্গালোর এবং পঞ্জাব খেলেছে ১২টি করে ম্যাচ। যদিও পঞ্জাবের তুলনায় আরসিবি-র রানরেট আবার অনেক বেশি ভালো। ফলে বিরাটের দলের প্লে-অফে যাওয়ার সুযোগ এখনও রয়েছে।
    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement