Advertisement

Virat Kohli: শতরান করেও দেশের চিন্তায় ঘুম উড়েছে বিরাটের, কেন জানেন?

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে রয়্যা ল চ্যা লেঞ্জার্স ব্যােঙ্গালোরকে (Royal Challengers Bangalore) জয় এনে দিলেও। বিরাটের ভাবনায় এখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। হায়দরাবাদকে ৮ উইকেটে হারানোর পর এ কথাই স্পষ্টভাবে জানান বিরাট। 

বিরাট কোহলিবিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2023,
  • अपडेटेड 6:53 PM IST

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে রয়্যা ল চ্যা লেঞ্জার্স ব্যােঙ্গালোরকে (Royal Challengers Bangalore) জয় এনে দিলেও। বিরাটের ভাবনায় এখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। হায়দরাবাদকে ৮ উইকেটে হারানোর পর এ কথাই স্পষ্টভাবে জানান বিরাট। 

আইপিএলের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবে টিম ইন্ডিয়া 
এই শতরানের হাত ধরেই আইপিএলে আরও এক রেকর্ড গড়লেন কোহলি। ক্যারাবিয়ান তারকা ক্রিস গেলের আইপিএলের (IPL 2023) ইতিহাসে সর্বোচ্চ শতরানের রেকর্ড ছুঁলেন বিরাট। ম্যাচের সেরাও হয়েছেন কোহলি। নিজের সেরা ইনিংস দিয়ে কোহলি বলেন, ‘ফ্যানসি শট খেলায় আমি বিশ্বাসী নই। নিজের টেকনিকের দিকেই নজর রাখতে হবে আমাকে। আইপিএল শেষ হলেই টেস্ট ক্রিকেট খেলতে হবে। আমার লক্ষ্যি নিজের সেরাটা দেওয়া।‘ ম্যা চ শেষে কোহলি আরও বলেন, ‘অতীতের রেকর্ডের দিকে আমি কখনই তাকাই না। মাঠের বাইরে কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না। ম্যাচে আমার সেরাটা দেওয়াই লক্ষ্য। এটা ষষ্ঠ শতরান। নিজেকে খুব বেশি কৃতিত্ব দিচ্ছি না এটার জন্য। অনেক চাপ আছে। কে কী বলছেন সেটা নিয়ে আমি ভাবি না। সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত।" 

আরও পড়ুন

প্রসঙ্গত, মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে। বিরাট কোহলি (Virat Kohli) একটি বহুচর্চিত নাম। টেস্ট ক্রিকেটে (Test Cricket), যাঁর নামের পাশে রয়েছে ২৮টি সেঞ্চুরি এবং ২৮টি হাফ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে (One Day Cricket) তাঁর সংগ্রহে ১২৮৯৮ রান। সেইসঙ্গে, ৪৬টি শতরান এবং ৬৫টি অর্ধশতরান রয়েছে কোহলির নামের পাশে। টি-২০ ক্রিকেটে (T-20 Cricket) করেছেন ১১৮৬৪ রান এবং পেয়েছেন ৯১টি হাফ সেঞ্চুরি। চলতি আইপিএলে (IPL 2023), গতকালই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি পেলেন কোহলি। 

কোহলি উপহার দিলেন ৬২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস। এই ইনিংসে রয়েছে, ১২টি চার এবং ৪টি ছয়। ফ্যাফ ডু প্লেসির (Faf Du Plessis) সঙ্গে ১৭২ রানের জুটি গড়েন বিরাট। যার সুবাদেই, দলের জয় নিশ্চিত করেন এই জুটি। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের জুটি গড়ে ফেললেন তাঁরা। হায়দরাদাদের দর্শকরাও দারুণ উপভোগ করলেন বিরাট কোহলির এই ইনিংস। পাল্টা ব্যাট তুলে ধন্যবাদ জানালেন তিনিও।
 

Read more!
Advertisement
Advertisement