Advertisement

IPL 2024 Gautam Gambhir: মেসি না রোনাল্ডো কে এগিয়ে? KKR মেন্টর গম্ভীর বললেন...

রবিবার ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা। আগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হেরে গিয়েছিল কলকাতা। তবে এবার সামনে লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা আরসিবি। তার আগে কেকেআর-এর পডকাস্টে যোগ দিলেন মেন্টর গৌতম গম্ভীর। এই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের প্রিয় ফুটবলার নিয়ে মুখ খুললেন তিনি। 

মেসি না রোনাল্ডো গম্ভীরের ভোট কার দিকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2024,
  • अपडेटेड 5:39 PM IST

রবিবার ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা। আগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হেরে গিয়েছিল কলকাতা। তবে এবার সামনে লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা আরসিবি। তার আগে কেকেআর-এর পডকাস্টে যোগ দিলেন মেন্টর গৌতম গম্ভীর। এই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের প্রিয় ফুটবলার নিয়ে মুখ খুললেন তিনি। 

রোনাল্ডো না মেসি কে তাঁর প্রিয় ফুটবলার? এ নিয়ে এর আগেও একটা শোতে জানিয়েছিলেন গম্ভীর। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হয়। এ প্রসঙ্গে গম্ভীর বলেন, 'ওঁরা কেউই আমার পছন্দের ফুটবলার নন। আমার র‍্যাশফোর্ডের খেলা ভালো লাগে, তাই ওঁর নাম বলেছি। জিজ্ঞেস করা উচিত ছিল, মেসি আর রোনাল্ডোর মধ্যে ভালো ফুটবলার কে? তাহলে আমি উত্তর দিতাম।' এই শোতে তাঁর মিষ্টি হাসির প্রশংসা করা হয়। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'আমার হাসি নিয়ে এত প্রশংসা করার জন্য তোমাকে অনেযক ধন্যবাদ, আমার স্ত্রী-ও এত প্রশংসা করেনি কোনও দিন। মানুষ আমার হাসি দেখতে আসে না, মানুষ কেকেআরের জয় দেখতে আসে।" একইসঙ্গে কেকেআর ভক্তদের অকূন্ঠ প্রসংশা করে গম্ভীর বলেন, আমি বিশ্বাস করি যে কেকেআরের দেশে সবচেয়ে বিশ্বস্ত এবং আবেগী ভক্ত রয়েছে।'

এর আগে অধিনায়ক হিসেবে কেকেআরকে দুইবার আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন এবার মেন্টর হিসেবে তাঁর উপর রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। ক্রিকেটার হোক বা মেন্টর। তাঁর লক্ষ্য যে এক সেটা উল্লেখ করেন গম্ভীর। তাঁর কথায়, 'আমি প্রতিবার মাঠে বিজয়ী হতে চাই। ফলাফল আমার কাছে গুরুত্বপূর্ণ।' 

সুনীল নারিন যে কিংবদন্তি স্পিনার হতে পারেন তা আগেই বুঝতে পেরেছিলেন গম্ভীর। তখন তিনি ভারতীয় দলের ক্রিকেটার। প্রথম কিছু বল খেলতে গিয়েই সুনীলের ক্ষমতা বুঝতে পেরেছিলেন কেকেআর মেন্টর। গম্ভীর বলেন, 'আমি ইন্দোরে তাঁর আন্তর্জাতিক অভিষেকে সুনীল নারিনের মুখোমুখি হয়েছিলাম এবং ৭, ৮ বল খেলার পর আমি বুঝতে পারি তিনি খেলার কিংবদন্তি হয়ে উঠতে চলেছেন বিশেষ করে টি২০ ক্রিকেটে।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement