Advertisement

IPL 2024 RR vs LSG: কাজে এল না পূরান-রাহুলের লড়াই, রাজস্থানের কাছে ২০ রানে হার LSG-র

আইপিএল-এ দারুণ ছন্দে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে আইপিএল-এর প্রথম ম্যাচেই ৫২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। যেখানে ছিল ছ'টা ছক্কা ও তিনটি চার। এই দুর্দান্ত ব্যাটিং-এ ভোর করেই ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৩ রানেই শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। ফলে ঘরের মাঠে ২০ রানে জয় পায় রাজস্থান। 

রাজস্থান রয়্যালস
Aajtak Bangla
  • জয়পুর,
  • 24 Mar 2024,
  • अपडेटेड 7:35 PM IST

আইপিএল-এ দারুণ ছন্দে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে আইপিএল-এর প্রথম ম্যাচেই ৫২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। যেখানে ছিল ছ'টা ছক্কা ও তিনটি চার। এই দুর্দান্ত ব্যাটিং-এ ভোর করেই ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৩ রানেই শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। ফলে ঘরের মাঠে ২০ রানে জয় পায় রাজস্থান। 

ঘরের ভাল ইনিংস খেলেন রিয়ান পরাগও। দীর্ঘদিন ধরেই তিনি আইপিএল খেলছেন ফলে অভিজ্ঞতাকে দারুণভাবে কাজে লাগান দুই ব্যাটারই। ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে নবীন উল হকের বলে আউট হন রিয়ান। শিমরান হেটমায়ার বড় রান করতে না পারলেও, শেষে ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন ভারতীয় দলের হয়ে সদ্য টেস্ট খেলা ধ্রুব জুরেল। তবে শুরুটা জে কুব একটা ভাল হয়েছিল রাজস্থানের তেমনটা বলা যাবে না। যশস্বী জয়সওয়াল ১২ বলে ২৪ রান করে আউট হন। তাঁর উইকেট তুলে নেন মহসীন খান। জস বাটলার ১১ রান করে লখনউ ক্যাপ্টেন রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পাওয়ার প্লের মধ্যেই ৪৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একই রকম করেছিল লখনউ। তবে ওপেন করতে নেমেও একদিক ধরে রেখেছিলেন কেএল রাহুল। ৪৪ বলে ৫৮ রান করে আউট হন রাহুল। যদিও তাতে কাজের কাজ হয়নি। শেষ চেষ্টা করেন নিকোলাস পুরান। ৪০ বলে ৬৩ রান করেন তিনি। ১৩ বলে ২৬ রান করে আউট হয়ে যান দীপক হুডা।  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement