Advertisement

IPL 2024 Special Train During KKR Match: IPL-এ KKR-এর ম্যাচ শেষে হাওড়া থেকেও ট্রেন দিল রেল, রাত কটায়?

আইপিএল-এ (IPL 2024) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগেই করেছিল পূর্ব রেল (Eastern Railway)। তবে সেই ট্রেনগুলি ছাড়বে বিবাদি বাগ স্টেশন থেকে। তবে এবার হাওড়া থেকেও বিশেষ ট্রেন দিল পূর্ব রেল। কখন কোথা থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন তা জানিয়ে দিল তারা।

কেকেআর ও লোকাল ট্রেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2024,
  • अपडेटेड 7:15 PM IST

আইপিএল-এ (IPL 2024) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগেই করেছিল পূর্ব রেল (Eastern Railway)। তবে সেই ট্রেনগুলি ছাড়বে বিবাদি বাগ স্টেশন থেকে। তবে এবার হাওড়া থেকেও বিশেষ ট্রেন দিল পূর্ব রেল। কখন কোথা থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন তা জানিয়ে দিল তারা।

হাওড়া থেকে কখন ছাড়বে এই ট্রেন?
২৬ এপ্রিল, ২৯ এপ্রিল ও ১১ মার্চ এই বিশেষ ট্রেন চলবে। রাত ১১টা ৪৫ মিনিটে এই ট্রেন ব্যান্ডেলের উদ্দেশ্যে ছাড়ে প্রত্যেকদিন। সেই হাওড়া-ব্যান্ডেল লোকাল ছাড়বে নির্দিষ্ট সময়ের থেকে ১০ মিনিট পরে। অর্থাৎ ১১টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন। আসলে ইডেনে কেকেআর-এর ম্যাচ দেখতে শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা আসেন। ফলে তাদের কথা ভেবেই এমন উদ্যোগ নিল পূর্ব রেল।

দর্শকদের কথা মাথায় রেখে রাতে অতিরিক্ত দু’টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। রাত ১১.৫০ মিনিটে ট্রেন একটি ছাড়বে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে। সেই ট্রেন যাবে বারাসত। রাত ১২.০২ মিনিটে অপর একটি ট্রেন ছাড়বে বিবাদী বাগ স্টেশন থেকে। সেই ট্রেন যাবে বারুইপুর। যেহেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

যে ট্রেনটি বারাসত যাবে সেটি প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে রাত ১টা নাগাদ। অপর ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ ও সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিটে। দু’টি ট্রেনই ১২ কোচের দেওয়া হবে।

Advertisement


কবে কবে থাকবে এই পরিষেবা?
ইডেনে যাঁরা আইপিএল দেখতে আসেন তাঁদের পক্ষে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরা অপেক্ষাকৃত সহজ। পায়ে হেঁটেই হাওড়া স্টেশনে পৌঁছে যান তাঁরা। কিন্তু শিয়ালদা স্টেশন অনেকটাই দূরে হওয়ায় এই দু’টি শাখার যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছে পূর্ব রেল। আপাতত ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল ও ১১ মে-র খেলার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement