IPL Final 2021 Scores | CSK vs KKR Live Scores Updates | Chennai Super Kings vs Kolkata Knight Riders | আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ধোনির অভিজ্ঞতাই ফের একবার বাজিমাৎ করল। কারণ রোমাঞ্চকর এক লড়াইয়ে মরগ্যানের কেকেআরকে হারিয়ে দিল মাহির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে চতুর্থ বার আইপিএল শিরোপা জিতল সিএসকে।
কার্যত লজ্জার হার হল নাইট রাইডার্সের। চেন্নাই সুপার কিংসের কাছে আইপিএল ফাইনালে হার নাইটদের। ২৭ রানে হারল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। মহেন্দ্র সিং ধোনির মাইন্ড গেমের কাছে পরাজিত কলকাতার ফ্রাঞ্চাইজি।
২০ ওভারে ১৬৫ রানে ৯ উইকেট হারিয়ে শেষ হল কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। ধোনিরা জিতে নিল ২৭ রানে। শেষে ২০ রানে আউট হন শিভম মাভি। চেন্নাই সুপার কিংসের হয়ে ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ২টি করে উইকেট নেন হ্যাজেলউড ও জাদেজা। ১টি করে উইকেট পান ব্রাভো ও দীপক চাহার।
খেলছেন লকি ফার্গুসন ও শিভম মাভি। ৬ বলে ৩১ বাকি নাইট রাইডার্সের।
দুরন্ত বোলিংয়ে কামব্যাক করল চেন্নাই। ১১ বলে ৪৭ রান চাই নাইটদের।
কার্যত হারের কাছাকাছি নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের কাছে ব্যাট হাতে কোনঠাসা নাইটরা। এবার ৮ উইকেট হারাল কেকেআর। আউট হলেন ৪ রানে ইয়ন মরগ্যান। বাউন্ডারির ধারে অনবদ্য ক্যাচ দীপক চাহারের। ২১ বলে নাইটদের চাই ৬৮ রান।
আউট হলেন রাহুল ত্রিপাঠী। ৭ উইকেট হারাল নাইট রাইডার্স। ধোনির মস্তিষ্কের জেরে চালকের আসনে চেন্নাই সুপার কিংস। ২৪ ববে ৬৮ রান বাকি নাইটদের।
রবীন্দ্র জাদেজার বলে আউট হলেন দীনেশ কার্তিক। ৯ রানে আউট হলেন তিনি। ১১৯ রানে ৫ উইকেট হারায় নাইটরা। তারপর শাকিব আল হাসানকে শূন্য রানে ফেরালেন জাদেজা। একই ওভারে দুই উইকেট চেন্নাইয়ের। এই ম্যাচে কার্যত চালকের আসনে চেন্নাই। ১৫ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর ১২০ রানে ৬ উইকেট। ৪ উইকেট নিলেই জয় পাবে সিএসকে। অন্যদিকে, ৩০ বলে ৭৩ রান করতে হবে নাইটদের।
১৪ ওভারের মধ্যে ৪ উইকেট হারাল নাইট রাইডার্স। ৫১ রানে আউট হলেন গিল, ৫০ রানে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। শূন্য রানে ফেরেন নীতীশ রানা। ২ রানে আউট হন নারিন। ১৪ ওভার শেষে ১১৭ রানে ৪ উইকেট নাইটদের। বল হাতে চেন্নাইকে খেলায় ফেরালেন শার্দুল ঠাকুর।
১০ ওভারে ৮৮ রান নাইট রাইডার্সের। এখনও একটিও উইকেট হারায়নি নাইটরা। উইকেট নিতে ব্যর্থ ধোনির দল।
পাওয়ার প্লে-তে ভাল শুরু করল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ৬ ওভারে ৫৫ রান করল কলকাতা নাইট রাইডার্স। এখনও একটিও কলকাতার উইকেট নিতে পারেন চেন্নাই। ২২ রানে খেলছেন গিল ও ৩১ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়ার।
ব্যাট হাতে ভাল শুরু করল নাইটরা। প্রথম ২ ওভারে ১৫ রানে শূন্য উইকেট নাইটদের।
বল হাতে সেভাবে নজর কাড়তে পারল না কেকেআরের বোলাররা। ইনিংসের শেষে মাত্র ৩ উইকেট নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০ ওভার শেষে ১৯২ রানে ৩ উইকেট হারিয়ে শেষ হল চেন্নাইয়ের ইনিংস। শেষে মাভির বলে ৮৬ রানে দুরন্ত ইনিংস শেষ করে আউট হলেন ফাফ ডুপ্লেসিস। ৩৭ রানে অপরাজিত থাকলেন মইন আলি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২টি উইকেট নিলেন নারিন ও একটি উইকেট পেলেন শিভম মাভি। তাছাড়া কোনও বোলাররাই সেভাবে নিজেদের ভূমিকা পালন করতে পারেননি। ১৯৩ রান টার্গেট নাইটদের।
কলকাতার বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং চেন্নাইয়ের।
১৮ ওভার শেষে ১৭২ রানে ২ উইকেট সিএসকের। ৮০ রানে অপরাজিত ফাফ ডুপ্লেসিস। ২৩ রানে নটআউট মইন আলি।
৬৮ রানে নটআউট চেন্নাইয়ের ফাফ ডুপ্লেসিস। আউট হয়েছেন উথাপ্পা ও ঋতুরাজ। ১৩৯ রানে ২ উইকেট সিএসকের।
দ্বিতীয় উইকেটের পতন চেন্নাই সুপার কিংসের। ১৩.৩ ওভারে আউট হলেন রবিন উথাপ্পা। ৩১ রানে নারিনের বলে আউট হন উথাপ্পা। ১৩.৩ ওভারে চেন্নাইয়ের স্কোর ১২৪ রানে ২ উইকেট।
১১.৩ ওভারে ১০০ রান করল চেন্নাই সুপার কিংস। হাফ সেঞ্চুরি ফাফ ডুপ্লেসিসের। ৩৬ বলে ৫৩ রান ফাফ ডুপ্লেসিসের।
আউট হলেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়েকওয়াড়। ২৭ বলে ৩২ রানে আউট হলেন গায়েকওয়াড়। কেকেআরের হয়ে প্রথম উইকেট নিলেন কেকেআরের সুনীল নারিন। ৯ ওভার শেষে ৬৫ রানে ১ উইকেট চেন্নাইয়ের।
পাওয়ার প্লে- শেষে প্রথম ৬ ওভারে ৫০ রান করল চেন্নাই সুপার কিংস। প্রথম পাওয়ার প্লে-তে উইকেট নিতে ব্যর্থ কেকেআর।
ব্যাট হাতে খেলছেন চেন্নাইয়ের দুই ওপেনার। ১৪ বলে ২৩ রান ঋতুরাজের, ডুপ্লেসিস খেলছেন ১০ রানে। ৪ ওভার শেষে ৩৪ রান চেন্নাইয়ের।
প্রথম ২ ওভারে ধীর গতিতে খেললেও তৃতীয় ওভারে কিছুটা হাত খুললেন চেন্নাই ওপেনাররা।
প্রথম ২ ওভারে ৯ রান করল সিএসকে। কলকাতার হয়ে দ্বিতীয় ওভারে ভাল বোলিং শিভম মাভির। ব্যাট হাতে নেমেছেন ঋতুরাজ ও ফাফ।
১ ওভার শেষে ৬ রান করল চেন্নাই সুপার কিংস। দুই দলই ধীর গতিতে শুরু করল ফাইনালের প্রথম ওভারে।
টি২০ ক্যাপ্টেন হিসাবে ৩০০তম ম্যাচ খেলছেন সিএসকের মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে, ২০০তম আইপিএল ম্যাচ খেলছেন রবীন্দ্র জাদেজা। ১৭৫তম আইপিএলে ম্যাচ খেলছেন আম্বতি রায়ডু ও ১০০টি ম্যাচ খেলছেন ফাফ ডুপ্লেসিস।
ঋতুরাজ গায়েকওয়াড়, ফাফ ডুপ্লেসিস, মইন আলি, রবিন উথাপ্পা, আম্বতি রায়ডু, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্রাভো, শার্দুল ঠাকুর, জোশ হ্যাজেলউড, দীপক চাহার।
নাইট রাইডার্সের একাদশ, দেখে নিন এক নজরে...
ভেঙ্কটেশ আইয়ার, শুভমন গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভম মাভি।
KKR vs CSK -র লড়াইে অধিনায়ক হিসাবে ৩০০ ম্যাচ খেলে ফেললো মহেন্দ্র সিং ধোনি। এর আগে তিনটি আইপিএল জিতেছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। আর কলকাতা নাইট রাইডার্স জিতেছে ২টি শিরোপা। এই নিয়ে নিজেদের ১০তম ফাইনাল খেলছে সিএসকে। আর চতুর্থ টাইটেলের দিকে নজর ধোনির।
টসে জিতল কেকেআর অধিনায়ক মরগ্যান। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত। ধোনিদের ব্যাট করতে পাঠাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ের মাটিতে রান তাড়া করে জিততে চায় কেকেআর।