Advertisement

MS Dhoni Retirement: ধোনি IPL থেকেও অবসর নিচ্ছেন? বড় আপডেট দিলেন নিজেই

২০২৩ আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অনেকেই মনে করেছিলেন, এটাই হয়ত ধোনির আইপিএল-এ শেষ বছর। মরশুম শেষে এর উত্তর দিলেন মাহি নিজেই।

মহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2023,
  • अपडेटेड 9:12 AM IST

২০২৩ আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অনেকেই মনে করেছিলেন, এটাই হয়ত ধোনির আইপিএল-এ শেষ বছর। মরশুম শেষে এর উত্তর দিলেন মাহি নিজেই।


ট্রফি জেতার পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ধোনি বলেন, ‘সমস্ত দিক বিচার করে দেখলে, আমার অবসর নিয়ে নেওয়া উচিত। এটাই সঠিক সময়। কঠিন কাজ হল, আরও নয় মাস এভাবে চালিয়ে যাওয়া এবং পরের মরশুমের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া। দেখতে হবে শরীর কতটা সাহায্য করে।‘ সঙ্গে তিনি আরও বলেন, 'তবে আমি এটা অবশ্যই বলব যে চেন্নাই সুপার কিংস ফ্যানেদের থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আরও একটা আইপিএল মরশুম খেলা যেতেই পারে। যেভাবে ওরা আবেগ এবং ভালোবাসায় আমাকে ভরিয়ে দিয়েছে, সেইদিকে তাকিয়ে এটুকু তো আমি করতেই পারে। এটা আমার কেরিয়ারের একটা অংশ। আমি এখান থেকেই শুরু করেছিলাম। গোটা মাঠ আমার জন্য চিৎকার করেছে। ফলে চেন্নাইয়ের জন্য আরও একটা মরশুম আমি খেলতেই পারি।'

আরও পড়ুন: ৪ রানের জন্য সেঞ্চুরি মিস, GT-র সুদর্শনের ইনিংসের প্রশংসায় সচিনও


এই মরশুমে গোটা ভারতে যেখানে যেখানে ধোনি খেলতে গিয়েছেন, সেখানেই ঝাঁকে ঝাঁকে ফ্যানরা স্টেডিয়ামে হাজির হয়েছেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গুজরাত টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের পাহাড় গড়ে। কিন্তু, চেন্নাই ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাদেড়েক খেলা বন্ধ থাকে। অবশেষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে চেন্নাইয়ের সামনে টার্গেট কমে ১৫ ওভারে ১৭১ রান দাঁড়ায়। ইনিংসের শেষ বলে রবীন্দ্র জাদেজা প্রথমে ছক্কা ও পরে চার মেরে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেন। 

Advertisement

আরও পড়ুন: আবারও উইকেটের পিছন থেকে মাহি শো, শুভমনকে থামালেন ধোনি

ধোনি অবসর না নিলেও নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন আম্বাতি রায়ডু। ম্যাচ শেষে চেন্নাই ক্রিকেটারের প্রশংসা করে ধোনি বলেন, ‘ওর ব্যাপারে সবথেকে ভালো জিনিস হল, সবসময়ই নিজের সেরাটা উজাড় করে দেয়। আমরা ভারতীয় এ দলের হয়ে এর আগে একসঙ্গে খেলেছি। স্পিন বল হোক কিংবা ফাস্ট, ও একই দক্ষতায় খেলে যেতে পারে। আমি সবসময়ই মনে করি, রায়ডু যাই করুক না কেন, সেটাই খুব মন দিয়ে করবে।‘
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement