Advertisement

Juan Ferrando Mohun Bagan: ভারতসেরা হয়েই কোচ নিয়েই বড় সিদ্ধান্ত মোহনবাগানের

আগামী মরসুমে জুয়ান ফেরান্দো (Juan Ferrando) কোচ পদে বহাল থাকলেন। আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বাগান কর্তারা।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2023,
  • अपडेटेड 3:56 PM IST
  • আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বাগান কর্তারা
  • শনিবার বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ভারতসেরা হয়েছে মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জিতেই কোচ নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান (Mohun Bagan)। আগামী মরসুমে জুয়ান ফেরান্দো (Juan Ferrando) কোচ পদে বহাল থাকলেন। আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বাগান কর্তারা। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, সুপার কাপেও আমাদের ভাল করতে হবে। দলে অনেক চোট আছে।'

২০২০ সালের ডিসেম্বরে ATK মোহনবাগান দলের নয়া কোচ হিসেবে নিযুক্ত হন জুয়ান ফেরান্দো। স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস পদত্যাগ করার পরেই তিনি দায়িত্ব নেন। হিরো ইন্ডিয়ান সুপার লিগের মাঝপথে দলের দায়িত্ব নেন ফেরান্দো। এবারের আইএসএল মরসুমেও তাঁর উপরে আস্থা রাখেন বাগান কর্তারা। স্প্যানিশ কোচের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নতুন চুক্তি সই হয়। এই মরসুমে আইএসএল শিরোপা জেতার কারণে বাগান শিবিরের কোচ যে বদল হবে না তা এক প্রকার মনেই করা হয়েছিল। এবার জুয়ানকে আবারও কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল সবুজ মেরুন শিবির।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগানের জয়ে খেলা-সংসার মিলে মিশে একাকার, মাঠেই স্ত্রীকে 'কিস' শুভাশিসের

শনিবার বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ভারতসেরা হয়েছে মোহনবাগান। প্রথম বারের মতো তারা আইএসএল শিরোপা জিতেছে। সোনার গ্লাভস জিতেছেন দলের গোলকিপার বিশাল কাইথ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement