Advertisement

Sandeep Nangal Ambiya Murder Punjab: কবাডি টুর্নামেন্টে গুলি, প্রকাশ্যে খুন আন্তর্জাতিক খেলোয়াড়

সোমবার সন্ধ্যায় পাঞ্জাবের জলন্ধরে এক কাবাডি খেলোয়াড়কে গুলি করে হত্যা করা হয়েছে। একটি কাবাডি টুর্নামেন্ট চলাকালে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গল আম্বিয়া গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে প্রয়াত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। 

সন্দীপ নাঙ্গলসন্দীপ নাঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2022,
  • अपडेटेड 9:30 PM IST
  • পঞ্জাবের কবাডি টুর্নামেন্টে চলল গুলি
  • দুষ্কৃতিদের পরিচয় জানা যায়নি

সোমবার সন্ধ্যায় পঞ্জাবের জলন্ধরে এক কাবাডি খেলোয়াড়কে গুলি করে হত্যা করা হয়েছে। একটি কাবাডি টুর্নামেন্ট চলাকালে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গল আম্বিয়া গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে প্রয়াত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সন্ধ্যায় স্টেডিয়ামে কাবাডি টুর্নামেন্টের খেলা চলাকালে হঠাৎ করেই শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। এই গুলিতে কাবাডি দলের খেলোয়াড় সন্দীপ নাঙ্গার আম্বিয়া অনেক গুলিবিদ্ধ হন। তা দেখে দর্শকদের মধ্যে হৈচৈ পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি ছুড়লে আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত খেলোয়াড়কে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে আহতরা পথেই মারা যান। 

আরও পড়ুন

অন্যদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছেছে পুলিশের দল। এলাকায় যাতে পরিস্থিতির অবনতি না হয় সেজন্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা মোতায়েন রয়েছেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং গুলি করতে আসা দুর্বৃত্তদের সম্পর্কে তথ্য নিতে শুরু করেছেনএবং আশপাশের এলাকায় অবরোধ শুরু হয়ে গিয়েছে। নিহত খেলোয়াড়ের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। বর্তমানে পুলিশ নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা শুরু করেছে।

Read more!
Advertisement
Advertisement