আজ (১ জুলাই) থেকে এজবাস্টনে ভারতীয় দল ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হবে। একদিন আগেই এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নেই রোহিত। এমন পরিস্থিতিতে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে অধিনায়কত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। তবে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে বিরাট কোহলির পরামর্শ।
এই দায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে বুমরা বলেছেন যে, তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) কাছ থেকে শিক্ষা নিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নির্দেশ মেনে চলবেন এই ম্যাচে। একই ভাবে বুমরাকে এজবাস্টন টেস্টে অধিনায়কত্ব করতে দেখা যাবে।
ধোনি যখন অধিনায়কত্ব পেয়েছিলেন, তখন তাঁরও কোন অভিজ্ঞতা ছিল না
সংবাদ সম্মেলনে বুমরা বলেন, ''চাপের মধ্যে, ম্যাচ জেতার মজাটাই অন্যরকম। আমি সবসময় কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করতে চেয়েছি। আমি আমার কেরিয়ারে অনেক ক্রিকেটারের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। প্রতিটি খেলোয়াড় সময়ের সঙ্গে এগিয়ে এসেছে।''
ফাস্ট বোলার বুমরা বলেছেন, ''আমার মনে আছে যখন আমি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলেছিলাম। ধোনি আমাকে বলেছিল, যখন তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল তার আগে তারও অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল না। তবে ধোনি ভারতের অন্যতম সফল অধিনায়ক।''
'আমার ফোকাসে টিম ইন্ডিয়া'
বুমরা বলেছেন, ''কী ভাবে দলকে জেতান যায় সেদিকেই মনোনিবেশ করছি। আমি আগে কী করেছি, সে নিয়ে মাথা ঘামাচ্ছি না। এই ম্যাচে ক্রিকেটারদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিরাট কোহলির নির্দেশও এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে।''
২০১৮ সালের জানুয়ারিতে বুমরার টেস্ট অভিষেক হয়। বুমরা বলেছেন, ''টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলা সবসময়ই স্বপ্ন ছিল। এখন টেস্টে অধিনায়কত্ব পেয়েছি, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। আমি খুব খুশি যে আমি এই সুযোগ পেয়েছি।''