Advertisement

India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজের আগেই ধাক্কা ইন্ডিয়ার, ছিটকে গেলেন তারকা বোলার

শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে (Team India)। চোট কাটিয়ে ফিরতে পারলেন না ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দলে তাঁর নাম ঘোষণা করা হলেও, পুরঅফিট না হওয়ায় ফের বাদ পড়লেন তিনি। আর সেই জন্যই গোটা দল গুয়াহাটি পৌঁছে গেলেও যাননি বুমরা। 

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jan 2023,
  • अपडेटेड 3:08 PM IST
  • বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
  • ফিট নন বুমরা

শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে (Team India)। চোট কাটিয়ে ফিরতে পারলেন না ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দলে তাঁর নাম ঘোষণা করা হলেও, পুরঅফিট না হওয়ায় ফের বাদ পড়লেন তিনি। আর সেই জন্যই গোটা দল গুয়াহাটি পৌঁছে গেলেও যাননি বুমরা। 

১০ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার ভারতীয় দল। এই দলে শুরুতে ছিলেন ভারতের ফাস্ট বোলার। তখন মনে করা হয়েছিল, বুমরা বোধহয় ফিট হয়ে মাঠে নামবেন। তবে শেষ মুহূর্তে তাঁকে দলের বাইরে রাখা হল। 

আরও পড়ুন: 'সূর্যকুমার পাকিস্তানি হলে সুযোগই পেত না', কেন এমন বললেন প্রাক্তন পাক ক্রিকেটার?

জসপ্রীত বুমরা

এই বছরের শেষ দিকেই একদিনের বিশ্বকাপ খেলবে ভারত। তাই বিসিসিআই কোনও ঝুঁকি নিতে নারাজ। আর তাই তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিল বোর্ড। তাড়াহুড়ো না করে ফিট হলে তবেই ফাস্ট বোলারকে খেলাতে চায় বুমরা। ইতিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের আরেক তারকা ঋষভ পন্তের। ডিসেম্বর মাসে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের উইকেটকিপার ব্যাটার। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে দলের বাইরে বুমরা। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ ভারতীয় দলে জায়গা পাননি।

আরও পড়ুন: নিষ্প্রভ রোহিত-রাহুল, ডেথ ওভারে ব্যর্থতা, শ্রীলঙ্কা সিরিজে ভাবনায় টিম ইন্ডিয়া

ওডিআই সিরিজের জন্য উভয় দলের স্কোয়াড
টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি,  শুভমান গিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

Advertisement

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), নুওয়ানিদু ফার্নান্দো, আবিষ্কা ফার্নান্দো, আশেন বান্দারা, পথুম নিসাঙ্কা,  ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসলাঙ্কা, চামিকা করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা (উইকেটরক্ষক), মাদুসদন, দুয়ান, মাদ্রাসা। ভেলালেজ,  জেফরি ওয়েন্ডারসে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং মহেশ শার্প। 

ওডিআই সিরিজের সময়সূচী:
১০ জানুয়ারি - প্রথম একদিনের ম্যাচ, গুয়াহাটি, দুপুর ১.৩০ 
১২ জানুয়ারী - দ্বিতীয় একদিনের ম্যাচ, কলকাতা, দুপুর ১.৩০
১৫ জানুয়ারী - তৃতীয় একদিনের ম্যাচ, তিরুবনন্তপুরম, দুপুর ১.৩০

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement