Advertisement

Jhulan Goswami: চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক ঝুলনের, ওড়ালেন অবসরের জল্পনা

মার্চ মাসে শেষবার ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল ঝুলনকে। সেই সময় বিশ্বকাপে খেলছিল ভারতের মেয়েরা। বিশ্বকাপ অভিযান শেষ করে ভারত শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। সেই দলেও ছিলেন না বাংলার পেসার। অনেকেই মনে করেছিলেন এরপরেই হয়ত ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৯ বছর বয়সী ঝুলন। ফের ২২ গজ কাঁপাতে তৈরি তিনি। 

ঝুলন গোস্বামী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2022,
  • अपडेटेड 12:11 PM IST
  • ভারতীয় দলে ঝুলনের প্রত্যাবর্তন
  • চোট সারিয়ে দলে এলেন তিনি

চোট কাটিয়ে ভারতের মহিলা দলে ফিরলেন ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে দলে ফিরলেন কিংবদন্তি এই পেসার। মার্চ মাসে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন ঝুলন। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরতে চলেছেন চাকদহ এক্সপ্রেস। প্রায় মাস ছয়েক পরে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরতে চলেছেন ঝুলন।

চোট সারিয়ে দলে ফিরলেন ঝুলন
মার্চ মাসে শেষবার ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল ঝুলনকে। সেই সময় বিশ্বকাপে খেলছিল ভারতের মেয়েরা। বিশ্বকাপ অভিযান শেষ করে ভারত শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। সেই দলেও ছিলেন না বাংলার পেসার। অনেকেই মনে করেছিলেন এরপরেই হয়ত ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৯ বছর বয়সী ঝুলন। ফের ২২ গজ কাঁপাতে তৈরি তিনি। 

আরও পড়ুন: প্রয়াত অলিম্পিয়ান-ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বদ্রু বন্দ্যোপাধ্যায়

১০ সেপ্টেম্বর থেকে শুরু সিরিজ
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ভারতের মহিলা দল। দুই ফরম্যাটেই ভারতের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।

তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ভারতীয় দল: 
টি২০ দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, জেমিমা রদ্রিগেস, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে), রাজেশ। , দয়ালান হেমলথা, সিমরান দিল বাহাদুর, রিচা ঘোষ (WK), কে.পি. নভগিরে। 

আরও পড়ুন: ব্যান না উঠলেও, কীভাবে AFC কাপে খেলবে ATK মোহনবাগান? 

একদিনের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সাব্বিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে), ইয়াস্তিকা ভাটিয়া (ডব্লিউকে), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী, রাজেশ্বরী , হারলিন দেওল, দয়ালান হেমলতা, সিমরান দিল বাহাদুর, ঝুলন গোস্বামী, জেমিমা রড্রিগস।

Advertisement

ভারতের সফর শুরু ১০ সেপ্টেম্বর। প্রথম টি২০ ম্যাচে ইংল্যন্ডের মুখোমুখি হবে তারা। ইংল্যান্ডের ডারহামে। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ ডার্বিতে। শেষ একদিনের ম্যাচ ব্রিস্টলে ১৫ অক্টোবর। ১৮ অক্টোবর থেকে শুরু একদিনের সিরিজ। প্রথম ম্যাচ হোভে। ব্রিস্টলে দ্বিতীয় একদিনের ম্যাচ ২১ সেপ্টেম্বর। শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর লর্ডসে।

    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement