Advertisement

Joe Root: 'সচিনের রেকর্ড ভেঙে দেবেন রুট,' দাবি প্রাক্তন অজি ক্রিকেটারের

এবার জো রুটকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর। মার্ক টেলর বলেছেন, যে রুট তাঁর কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন এবং তাঁর  টেস্ট কেরিয়ারে আরও অন্তত ৫-৬ বছর বাকি রয়েছে। সেক্ষেত্রে তিনি সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙতে পারেন। ২০০ টেস্ট খেলে ১৫,৯২১ রান করে তেন্ডুলকর তাঁর টেস্ট কেরিয়ার শেষ করেছিলেন। রুট ছাড়া, যারা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের কেউই টেস্টে ১০,০০০ রান করেননি।

জো রুট ও সচিন তেন্ডুলকরজো রুট ও সচিন তেন্ডুলকর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 1:01 PM IST
  • রুটের দারুণ ব্যাটিং
  • সচিনকে টপকাবেন রুট ?

টেস্ট ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে সেঞ্চুরির সময় এই কীর্তি গড়েন রুট। তিনি টেস্ট ক্রিকেটে যৌথভাবে দশ হাজার রান করা  সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। রুট এবং তাঁর স্বদেশী অ্যালিস্টার কুক দুজনেই ৩১ বছর ১৫৭ দিন বয়সে দশ হাজার রানের মাইলফলক পার করলেন। 

এবার জো রুটকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর। মার্ক টেলর বলেছেন, যে রুট তাঁর কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন এবং তাঁর  টেস্ট কেরিয়ারে আরও অন্তত ৫-৬ বছর বাকি রয়েছে। সেক্ষেত্রে তিনি সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙতে পারেন। ২০০ টেস্ট খেলে ১৫,৯২১ রান করে তেন্ডুলকর তাঁর টেস্ট কেরিয়ার শেষ করেছিলেন। রুট ছাড়া, যারা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের কেউই টেস্টে ১০,০০০ রান করেননি।

পাঁচ বছর খেলতে পারবেন রুট: টেলর

আরও পড়ুন

স্কাই স্পোর্টসকে টেলর বলেন, ‘রুটের কাছে অন্তত পাঁচ বছর বাকি আছে, তাই আমি মনে করি তেন্ডুলকরের রেকর্ডটা ভাঙা সম্ভব। রুট যেভাবে ব্যাটিং করছে তাতে আমার মনে হচ্ছে সুস্থ থাকলে ১৫ হাজার রান টপকে যাবে ও।'

জিতল ইংল্যান্ড 

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সফল বেন স্টোকস। ইংল্যান্ডের প্রথম টেস্টে জিততে ২৭৭ রান প্রয়োজন ছিল। কিন্তু টেস্টের তৃতীয়  দিনে ৪ উইকেট হারিয়ে সংকটে পড়ে ইংল্যান্ড দল। রুট এবং স্টোকস ৯০ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর রুট, বেন ফক্সের (অপরাজিত ৩২) সঙ্গে ১২০ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যান। ১১৫ রানের অপরাজিত ইনিংসে ১২টি চার মেরেছেন রুট। 

রিটার্ন গিফট দিলেন রুট

Advertisement

ম্যাচের পর রুট বলেন, 'আমি যখন অধিনায়ক ছিলাম বেন আমাদের দলের হয়ে অনেক টেস্ট জিতিয়েছে, তাই এটাই আমার কাছে দারুণ সুযোগ ছিল। ওকে কিছু ফিরিয়ে দেওয়ার। তাই আমি যতটা সম্ভব লম্বা ইনিংস খেলেছি। দলের জন্য যতটা সম্ভব ম্যাচ জিততে চাই। যতক্ষণ আমার মধ্যে এটা করার শক্তি ও উদ্যম থাকবে, আমি সেটা করে যাব।' 

Read more!
Advertisement
Advertisement